Friday, July 12, 2024

গল্পটা শেষ হলো না

মায়ার আঁধার ছুঁয়ে থাকে আলো ভ্রমনের কল্পনা আনমনা আর্কিড বেড়ে ওঠে একাকী প্রান্তরে
রোদ-জলে ভিজতে থাকা সময়ের ঘর
প্রেম আর বিপ্লব ভেসে গেছে বেনোজলে বহুদিন
ভিক্টোরিয়ার এক্কা গাড়ির ঘোড়াদের নালে। 
.
তবুও
শহর জুড়ে হোর্ডিং এ আজ নিয়নের গ্লো
সময়ের মুখ ঢাকা পাখিদের বিষ্ঠায় গর্বিত ইতিহাস
নিরাপত্তা কোথায় ? 
নিরুপায় তাই।
.
তবু ও 
লজঝড় ট্রাম এর দুলুনিতে
তরুন কবিদের স্বপ্ন কবিতায় ময়দান সবুজ আঁকে 
প্রেমিক শহরের ধোঁয়া খাতায়
গল্পটা শেষ হলো না। 
.
তবুও
যেমন মেঘ ঝরে পাহাড়বুকে তেমন করেই প্রেম 
দমবন্ধ  নদী তীরেই সমুদ্র রইলো সাক্ষী 
আর পাহাড় মুচকি হেসে জড়িয়ে নিলো মন্দবাসা
বিরহ কখন যেন এক কবিতা।
.
প্রেম ধীরে লয়ে  মরে যায় আবার বাঁচবে বলে 
নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়, 
অথচ ভালোবাসা ফসিল হয়ে লুকিয়ে থাকে একলা  
এসব কবিরা ভাবেন না
শুধু কবিতার শব্দরা তোমাকে খোঁজে প্রতি যুগে। 
.
গল্পটা শেষ হলো না
..ঋষি 

No comments:

Post a Comment

গর্ভপাত

সময়ের সমান্তরালে চলতে চলতে সারা শহর জুড়ে ইদানীং  পচা গলা দুর্গন্ধ নাকে লেগে চেনা আয়নায় পরিমাণ মতো দিনযাপনের পর সারা শহর ঘুড়ে দেখি কিলবিলে হা...