Tuesday, July 9, 2024

দ্বিতীয়

হঠাৎ  করে জীবনটা দ্বিতীয় হতে হতে হাঁপাচ্ছে
শব্দরাও ইদানীং বড্ড বেশি বিদ্রোহ করছে
ক্রমশ এক-দু পা করে মানুষের ম্যালফাংশনের মতো
আমাদের গভীরে  গোপন ভবিষ্যতটুকু কাঁদছে,
জানতে ইচ্ছে করে 
জীবন কি একটাই? 
কিংবা শুধুমাত্র একটাই চান্স ? 
.
একটা দ্বিতীয় দরজার সামনে দাঁড়িয়ে
আজ সময়ের হারানো ঈশ্বরকে জানাতে ইচ্ছে করছে
ভদ্র নাগরিক হয়ে যুদ্ধ আর কতদিন? 
কতদিন সম্পর্ক,কতদিন  মানুষ আর রিপুদের এই  লাফালাফি
একটু কি শান্ত হয়ে ভাবা যায় না? 
একটু কি ভালো থাকা যায় না? 
.
তোমার ক্লোরোফর্মের ভিতর বাড়তে থাকা দুষন 
আর আমি সেই দুষন মাত্রার একপাশে দাঁড়িয়ে অন্ধকার লাইটপোস্ট, 
সব জেনেও ভীষন বাঁচতে ইচ্ছে করছে
হাত ধরা পুরনো স্মৃতির সাইকেলের উল্টো স্পোকে,
ফেরিঘাটে পুরনো সেই ফটোফ্রেমে তুমি ক্রমশ এগিয়ে চলেছো
আমি দাঁড়িয়ে তোমার ফিরে আসার অপেক্ষায়।
আসলে কথার ফাঁকে কথা হারায় 
সময়ের ফাঁকে মুহুর্ত 
আর মানুষ হারায় অপেক্ষায় 
যদি একটা নির্ভুল জীবন !
.
দ্বিতীয় 
.. ঋষি 






No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...