হতেই পারতো
এলোমেলো হাওয়ায় এক বৃষ্টি ভেজা দিনে
এক মিষ্টি প্রেমের গল্প,
কিন্তু কিছু ভুল ভ্রমণের গল্পে আঁকা আমার উপন্যাস,
কোথাকার জল কোথায় গড়িয়ে গেছে
তুমুল বৃষ্টিতেও ঝর্ণা যেমন ঝরে যায় পাহাড়িয়া কান্নায়।
.
মধ্যবর্তী সময়ের প্রান্তিক যৌবনের বাতাসে
কোথাকার জল কোথায় গড়িয়ে গেছে
উপন্যাসের প্লটে আমুল চরিত্রের অদলবদল
এই কবিতার কিছু সত্যি লাইন আজও হারিয়ে আছে,
বৃষ্টির জলে ধুয়ে চলা সময়ের রাস্তায়
কোথাকার জল কোথায় গড়িয়ে চলে গেছে
শুধু শুকনো মেঝেতে ঘুমিয়ে আজও জলের দাগ।
.
শুকনো পাতা ঝরে যাওয়া বিকেলের খাল পারে
সময় গড়িয়ে যায় কচুরি পানা হেঁটে চলে নির্জন রাতে
রোজ নিয়ম করে ইদানীং বৃষ্টি আসে
৷ ৷ ৷ ৷ নয়ন তারা ফুটে ওঠে পথের বাঁকে....
রাত গভীরে,তুমি কি আজও ঘুম সিলিংএ খোঁজো
এক চিলতে সুখ? সেই কল্প তারায়?
কোথাকার জল কোথায় গড়িয়ে কোথায় চলে গেছে
তবুও খুঁজে পাওয়া যায় না এ শহরে
এক জীবন্ত উপন্যাসের পাতায় সেই বৃষ্টি ভেজা দিন ।
.
বৃষ্টি ভেজা দিন
....
ঋষি
No comments:
Post a Comment