Monday, July 1, 2024

ড্রিমলাইট

তোমার ঠোট উপচে ঝরে পড়ছে চাপা খুশির লাবণ্য
আমার আঙুলে অলৌকিক স্বপ্ন তুলি
ড্রিমলাইটের রাত
উন্মুক্ত রঙ-ক্যানভাসে আলতো আলতো করে আঁকছি ভালোবাসার পেন্ডুলাম
লোমকূপে  বিন্দু বিন্দু জলের ফুটকি...'
.
ঘুমপোশাকে পাশবালিশে রোজ তোমাকে দেখছি 
যেন ঈশ্বর এখানে আত্নকেন্দ্রীক,
সময়ের কুড়িগুলোর শরীর জুড়ে কতো ছন্দ, কতো গন্ধ 
শরীর শব্দটা ভালোবাসার সমার্থক ,
কোনো এক প্রাক্তন সময়ের অসম্ভব ভাবনায় 
খসে পড়ছে সবুজ পাতা দিন,প্রতিদিন এক একটা আয়নায় 
আয়নারা একসাথে চিৎকার করছে 
একটা জীবন শুধুই তুমি। 
.
সময়ের  প্রয়োজন মেটাতে 
কেউকেউ গতর খাটিয়ে পাথুরে শস্য উৎপাদন করছে 
কেউ কেউ উৎপাদন করে চলেছে  অশান্তি!
আমি  আজ ও  বুঝিনি ধর্ম কি  ? ধর্ম কি শান্তির সপক্ষে.... ?
ক্ষণস্থায়ী পৃথিবীতে , দু'দিনের পর্যটক আমি"
কেউকেউ মানবতার তরে উচ্চারণ করে স্বার্থ 
আর আমার উচ্চারণে " তুমি "  যেন একটা বাঁচা লেগে।
অনবরত তোমার স্পর্শ লেগে সময়ের ঘুণে খাওয়া পুরানো ডায়েরিতে 
সেখানে ক্ষতবিক্ষত পুরোনো পাতাদের শরীরে
কলরেকর্ডের মতো তোমার উপস্থিতি ,তোমার শব্দগুলো  ,
ফ্রী টাইমের মুহূর্তরা মোবাইল ক্যামেরার ড্রাইভে ,বাঁচতে চাওয়া 
তবুও রাতদুপুরে তোমাকে মনে পড়লে
কেমন যেন বুকের কাছটা খাখা করে। 
.
ড্রিমলাইট 
.. ঋষি

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...