Tuesday, July 30, 2024

অসমাপ্ত শ্রাবণ

প্রজাপতির ডানা ধরে ওড়ার সময় হয় নি আমাদের
চলে গেছে বসন্ত ক্রমশ দূরে,
বাসন্তী রঙের আভা রেখে ক্রমশ শ্রাবণ পথে
যখন তখন বৃষ্টিরা এখন ঝিরিঝিরি  কথা বলে
মনের কথা বৃষ্টি ধারায় ক্রমাগত আমাদের ভেজায়
আর ভেজায় অসুখের সময়। 
.
কোনকালে আমাদের সঙ্গে ছাতা থাকার কথা ছিল
কথা ছিল ছাতার আড়ালে বৃষ্টি কুড়িয়ে রাখার
অথচ আমরা  বৃষ্টিতে ভিজে গেলাম
অন্ধ হরিণের মতো  উঁকি দিয়ে ইদানীং দেখি  
আমাদের চোখ নেই
শুধু পুরনো ফ্রেমের চশমার কাঁচে সর্বনাশ লেখা।
.
অথচ এই শ্রাবণ আমদের খুব পরিচিত
এই বৃষ্টিই একদিন আমাদের বুকে রুয়েছিল বীজ 
কোন এক জোড়াসাঁকো ভোরে খুব একাকী আমরা পড়েছিলাম গোপন গন্তব্যের গীতবিতান
" আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। " তুমি আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিল প্রান্তিক চত্বরে সেদিন সেখানেও উপস্থিত ছিল বৃষ্টি, 
সেদিন মাটির দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় হয়েছিল
বৃষ্টি ভেজা ঘাসেদের সাথে
আমরা জেনেছিলাম সেদিন রবীন্দ্রনাথকে
রবীন্দ্রনাথ প্রেমিক পুরুষ অথচ তার গল্পটা অসমাপ্ত।
.
অসমাপ্ত শ্রাবণ 
ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...