Monday, July 22, 2024

অভিযোগ

ধ্বংস হয়েছি আমি হাজারোবার
ধ্বংসস্তুপের সামনে বসে লিখেছি অনেক কবিতা
শুধু চেয়ে দেখেছি তোমাকে প্রতিটি বিধ্বংসি ভাঙনে
কি অদ্ভূত সুন্দর উপস্থিতি,
উপস্থিতি মেঘ ভাঙে, অকারণে বৃষ্টি
সারা শহর জুড়ে তখন কারণের সায়ানাইড। 
.
হাজারো প্রহর গুনেছি প্রতিটি ধ্বংসের চিৎকারে
সময়ের ভাঁজে লিখেছি নুড়ি পাথড়ের শব্দ
এখন আমি ধ্বংস ভালোবাসি 
তাই ধ্বংসের রঙে লিখি
তোমার শব্দরা আমাকে ইদানীং ভালো রাখতে পারে না
শুধু অভ্যেস তাই তোমার ধবংসে বাঁচি।
.
জানি ছড়িয়ে ছিটিয়ে আছে  জীবনের সব সুতো
গিঁট বাঁধি, আগলাতে যাই,
শূন্যর কাছে ধার চেয়ে নি তোমার বিহ্বল ভাবনা
বারংবার গড়িয়ে পড়ি তাতে
অবাক হয়ে দেখি তাতে এক ব্ল্যাকহোল
এক  অপার ধ্বংস যা গিলে নেয় মুহুর্তের আলো, প্রেম মনে হয় জীবন শুধু মৃত্যুর হা ডু ডু খেলা
কে জেতে ?  কে হারে ? 
আমিই তো হেরে যাই বারেবারে। 
.
তবুও শব্দগুলো জমা রাখি তোমারই জন্য
ধ্বংসের কবিতায়
স্মৃতির আস্তিনে লুকোনো তোমার সমস্ত অভিযোগ। 
.
অভিযোগ
.. ঋষি 






No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...