Monday, July 22, 2024

লিভ এন্ড লং লিভ

এমন কোনো শরীর লিখবো একদিন
এই ভাবতে ভাবতে স্মৃতির দৃশ্যগুলো পেরিয়ে যায়,
মাঠ, সমুদ্র, দৃশ্য থেকে ফিরে এসে আরও প্রশস্ত
বিস্তৃত বহুতল ঢাল এ গড়িয়ে পড়ি,
অসুখ ছড়িয়ে পড়ে চারিপাশে,মৃত্যুকে অনুভবে
শরীর আবছা হয় 
শ্রাবণ থাবা বসায় আদরের শরীরের কবিতায়। 
.
তির্যক ভাবনারা আর এক আকাশ কুচকুচে মেঘ
সময়ের বৃষ্টির ছাটে একটু সময় ভেজা যায়,
এই মরশুম কতদিনই আর 
ধার করা আনন্দের মতো সোহাগ বিছানো মুহুর্ত
ভাবনারা নিজস্ব পেয়ালায় লিভ এন্ড লং লিভ
বাঁচো, যেভাবে খুশি বাঁচো; 
ভালো থাকা একদিন শিখবেই সকলেই বৃষ্টি  কুড়োতে কুড়োতে।
.
শরীর থেকে সর্বত্র
যত বেশি নিঃস্ব হবে তুমি
বিজ্ঞাপনে মিলিয়ে যাবে রংচটা মুহূর্ত
ভালো থাকতে শিখে যাবে সেদিন সকলে। 
জানি এইবার সবাই গল্প খুঁজবে  
লিভ এন্ড লং লিভ
ডাকবাক্সে উড়তে থাকা রঙিন প্রজাপতি জীবন
আমার সময় জানে শরীর আর নির্বাসন। 
আসলে আত্মহত্যা আমার কাছে নেশা
সময়ের পায়ের ওপর দাঁড়িয়ে আকাশ দেখাটা যতটা সুখ 
 তার থেকে বেশি সুখ আত্মঘাতী হতে পারলে...
আমি বারংবার মরি শুধু একবার বাঁচবো বলে। 
.
লিভ এন্ড লং লিভ
.. ঋষি 




No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...