Saturday, July 27, 2024

ইউ উইন- অলওয়েস

হেড- ইউ উইন,টেল- ইউ উইন 
ইউ উইন-  অলওয়েস 
বারবার, বারংবার
প্রতিবার তুমি বদলাও মিছরির ছুরির মতো,
জানি পাঁচটাকার পলকে হার আমি- কি আর দাম?
কথারা এক পা বাড়ালে এগিয়ে সেতু পেরিয়ে ভালবাসা নুনে নুন বালিয়াড়ী,
আমরা একসাথে  দাঁড়াই
আমার পা নেই তাই আমি দাঁড়াতে পারি কই
তাই রাস্তায় বুক ঘষি।
.
আতশ কাঁচে  শুয়ে আছে কিষন নামে কালো ছেলেটা
ও রাধে ? 
ছায়া পড়ছে ধমনীর অদৃশ্য লঙশটে, ডিম আলোয়
এক মিস্ট্রি, তোমার বাড়ানো হাত,আকাশী নাভিমুল
তারপর লাল-হলুদ-সবুজের তেরছা মিশ্রন দিগভুল,
তবে ভালোবাসাও কারণ খোঁজে,
এতবার যে বলো আমরা একরকম নই
কিংবা আমি অন্যরকম। 
সামনে ক্যানভাস
রং কথা  বলে?
বাঁকা উপত্যকা ২-বি পেন্সিলের গা বেয়ে যে বুড়োটা ভবিষ্যতে পা বাড়াচ্ছে
সেটা আমি, 
সেটা আমি, কারণ তোমাকে ভালোবাসার কারণ নেই।
জানি তুমি বলবে বার্ধক্য আর বয়স এক 
আর আমি ভাববো 
পাতার কান্নায় সল্টেড বিকেল,পোয়াতি সকাল
ক্যানভাসে রং জল,জল রং, ডুব জল
সময়ের বাস্তব ব্রত কথা...
হেড- ইউ উইন,টেল- ইউ উইন 
ইউ উইন-  অলওয়েস। 
.
ইউ উইন-  অলওয়েস
.... ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...