Wednesday, July 31, 2024

লা ব ডু ব

কেন রক্ত ছিটকে যাচ্ছে? 
কেন ভিতরে চিৎকার? 
একটা পরিধির মধ্যে আটকে শব্দরা লাফাচ্ছে
টুটি চেপে ধরছে সময় আক্রোশে,
শোনো -
        বুকের পাঁজরে লাবডুব 
            ভালোবাসা চোখ রাঙাচ্ছে কাটা জিভ নিয়ে। 
.
কি চাইছে সময় 
    শরীর চায়, আমারটা নেও, বললাম তো পাবে
শরীর তো কোন ঘর নয় 
      হ্যা কিছুটা বিশ্রাম হতে পারে,
সময় তুমি মুক্তি দেও 
      সব নিও, নিয়ে নিয়ো হোটেলের বিছানা, দরজা
নয় বাই নয় ছুটি। 
.
সময় কি দেখতে চাও? 
     কে কে ঢুকছে, আমার ভিতরে কে ? 
প্লিজ আর না, এইবার মুক্তি দেও, 
      পিছন ফিরে বসো না আর তুমি সময়ের থেকে
     তোমার উন্মুক্ত স্তনের মাঝখানে আমার জন্মদাগ
                                 লা ব ডু ব
কান পাতো
       শুনতে পাচ্ছো -
       তোমার কষ্টগুলো চিৎকার করছে। 
.
লা ব ডু ব
.. ঋষি 

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...