তা নিয়ে ভাবতে ভাবতে মানুষ আবিস্কার শিখলো
বিন্যাসে সাজানো সেই আবিষ্কার,
বিন্যাসে সাজানো সেই আবিষ্কার,
কখন যেন অন্যমাত্রায় আবিস্কারগুলো ডকুমেন্ট কিংবা নিয়ম
সমাজ, সংস্কার, ধর্ম,বর্ম, মুখোশ
এ যেন মানুষের আত্মজীবনী নিয়ে ঝড়ে পড়া শব্দধারা।
.
মেঘ রোদ বৃষ্টি বাতাস চেনা অচেনা মানুষ
মেঘ রোদ বৃষ্টি বাতাস চেনা অচেনা মানুষ
আর জ্যোৎস্নার অসুখ মাখানো বালিশে জেগে স্বপ্ন,
স্বপ্ন নিয়ম মানে না
সারারাত জেগে জড়ো করা স্বপ্নের জঞ্জাল
ভাবনারা কখন যে বস্তির মতো গা ঘেষাঘেষি
কলোনির ঝগড়া।
ভাবনারা কখন যে বস্তির মতো গা ঘেষাঘেষি
কলোনির ঝগড়া।
.
ঘুম ভেঙে গেল, জানলায় কি ছিলো ভাবনা হয়
নির্জন রাস্তাটা
লোক নেই, গাড়ি ঘোড়া নেই
কৃষ্ণচূড়ার ডালে ফিসফিস সময়ের কথাদের ভিড়।
নির্জন রাস্তাটা
লোক নেই, গাড়ি ঘোড়া নেই
কৃষ্ণচূড়ার ডালে ফিসফিস সময়ের কথাদের ভিড়।
একফালি মানুষের চিন্তার ব্যালকোনিটুকু নেই
অসম্ভব ভালবাসা,অদ্ভুত অশরীরী প্রেম
মাঝে থাকে দিগন্তের দূরত্ব,
অসম্ভব ভালবাসা,অদ্ভুত অশরীরী প্রেম
মাঝে থাকে দিগন্তের দূরত্ব,
এ যেন এপিসোড ওয়াস তোমাকে আবিষ্কার
ভাবনার কেন্দ্র বিন্দুতে কে আজ তা বড় কথা নয়
বড় কথা ছিল, আছে
ভাবনার কেন্দ্র বিন্দুতে কে আজ তা বড় কথা নয়
বড় কথা ছিল, আছে
নির্ভুল জীবন স্বপ্নের না হোক
শুধু তোমার হাসিটুকু ভালো থাক।
.
শব্দধারা
.. ঋষি
No comments:
Post a Comment