Sunday, July 21, 2024

অভিশাপ

আমাদের চোখে জুড়ে শুয়ে আছে নীল নীরবতা
আমাদের ঠোঁটে লেগে আজ হারানোর গান,সেই কষ্ট 
কষ্টরাই কস্তুরী কবিতা ,ট্রয় আর রক্তের ছাপ
ভালোবাসা খুন হয় ,
ভালোবাসা বেঁচে ওঠে 
জানি তো ভালোবাসাই এক অভিশাপ। 
.
অভিশাপ কি ?
জানে গান সিনেমা কবিতা আর সব সৃষ্টিরা 
অভিশাপ কেন ?
জানে ডুকরে কাঁদা বুকের গভীরে কষ্টরা। 
জীবনের গোধূলীর কথা
জানে এইসব জানে আমার আটপৌরে তিলোত্তমার মুহূর্তরা 
আর টলস্টয় Anna Karenina
‘সবাই কিন্তু নিজের বুদ্ধিতে সন্তুষ্ট, 
অথচ কেউ নিজের অবস্থার ওপর সন্তুষ্ট নয়।
.
সমস্ত অভিশাপ ছুঁয়ে এ শহরের মৃত ট্রামলাইন 
আর কবির প্রেমিকা ,
সময় ব্যর্থ হলে কবি লেখেন আত্নতুষ্টি স্বপ্ন নারী বনলতা 
বনলতা পুরুষের বুক হাতড়ায় 
সময় সময় নাম বদলায় নীরা ,মাধবী কিংবা চলন্তিকা। 
এখন ভালোবাসায় নিরুপায় প্রেমিক 
হৃদয়ের ছাপাখানায় মুদ্রিত পৃথিবীর এক অদ্ভুত কবিতা লেখেন 
" আমি তোমাকে ভালোবাসি 
ভালোবাসি তোমার বাঁচায় ,তোমার সাথে থাকায় 
আর শেষ মুহূর্তে এক ফোঁটা বৃষ্টির জলে"। 
.
অভিশাপ 
... ঋষি

No comments:

Post a Comment

কি হচ্ছে এসব?

প্রথমে বাংলাদেশে ছাত্রখুন  তারপর তিলোত্তমা জুড়ে এক অভিশপ্ত রাত  চীৎকার, প্রতিবাদ, কান্না,মিছিল  তারপর বন্যা আক্রান্ত ঘাটাল সহ বাংলার এক অংশ,...