Thursday, April 9, 2020

উই শ্যাল ওভার কাম


উই শ্যাল ওভার কাম
... ঋষি
খড়কুটো আঁকড়ে  বেঁচে আছি
স্পন্দনে লেগে আছে রোগ যাযাবর।
বারান্দায় টবে লাগানো শব্দ গুলো রৌদ্র খোঁজে
খোঁজে স্পর্শ মনের কোনে বৃষ্টি ভেজা দিন।
এই শহর বদলায় রোজ
খবর রাখে না আবহাওয়া দপ্তর বদলাচ্ছে দিন।
.
 জানি তোমার সাজানো বাগান আজ রোগগ্রস্থ আমারি মতো
আমি সভ্যতা ব্যাকুল পৃথিবী,
শুধু বারান্দায় দাঁড়িয়ে দেখি সময়ে বাড়তে থাকা রোগ।
অনাহারে কাঁদছে শিশু নিরুপায়, কাঁদছে সময়,
তোমার চোখের কোনায় জল
নিরুপায় আমি শব্দ জব্দ আর কবিতায় কোলাহল।
.
রৌদ্র ছকে বেছেছিলাম জীবন
বেজে উঠেছিল গান "  উই শ্যাল ওভার কাম ",
মানে বুঝি নি সেদিন
আজ বুঝি ঘরবন্দী, কোয়ারিন্টামে থাকা মানুষ
আর করো- নার অজানা নাম।
.
জানি আমার পৃথিবীতে " তুমি " আছো
আছে তোমার, আমার ধরনের হাজারো একলা জীব।
জানি আমাদের পৃথিবীতে শব্দ আছে
আছে কবিতা,আছে জন্ম
কিন্তু মৃত্যু নেই , আসলে মৃত্যু বাঁচতে পারে না এখানে
শুধু নিস্তব্ধতা আছে।
আর শুধু আছে এক সুইসাইড নোট
আমরা বাঁঁচবো
আর সেই গানটা " উই শ্যাল ওভার কাম "। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...