Tuesday, April 21, 2020

দুরে কোথাও


দুরে কোথাও
... ঋষি

খুঁড়ছি আর খুঁড়ে চলেছি
একের পর এক অন্ধকার জুড়ে কেটে যাচ্ছে দুরে থাকা,
দুর তোমার থেকে
তোমাদের থেকে, সমাজ থেকে, সময়ের কালভেদ।
ক্রমশ আরো দুর
দুরে কোথাও
রোজকার সুর্য অস্ত যাচ্ছে আরও একটা বিষন্ন দিনের।
.
প্রেম বিলুপ্ত ক্রমশ এই সভ্যতায়
কাছের মানুষগুলো সন্দেহের চোখে তাকিয়ে সম্পর্কের চোখে।
সময় শুদ্ধু লোক এখন শুধু চাইছে আরেকটু বাঁচা
তাই একে অপরকে দোষ দিচ্ছে,নিয়ম করে রাজনীতি করছে
করছে হিসেব দৈনন্দিন বাঁচা মরার।
একবিংশ শতাব্দী সবচেয়ে বেশি উচ্চারিত বাক্য ‘আমি তোমাকে ভালোবাসি’
আজ কেন জানি ভিতু মানুষের কাছে শব্দগুলো বদলে গেছে,
 আজ কেন জানি এক অজানা আত্নকেন্দ্রীক সময়ের সাক্ষী আমরা
সাক্ষী আমরা রোগগ্রস্থ মৃতদেহগুলোর ধাপায় পোড়ানোর।
.
 তোমার পাশে শুয়ে আছে  রাজস্থান,মুম্বাই,গুজরাট আরও প্রতিবেশী
আমরা দেখছি যুদ্ধ মানুষের বাঁচা মরার,
তোমার কাছে ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে জানলা, দরজা আর বাঁচা
আমরা দেখছি মানুষ  বলছে বেঁচে থাকলে আবার হবে দেখা।
এখন শুধু রোগগ্রস্থ আমরা, আপ বাঁচলে বাপের নাম
এখন শুধু সময়ের চোখে দুর্যোগ
এখন শুধু অসময়ের বৃষ্টি আর গরীবের চোখে জল
এখন শুধু বাঁচা মানে অন্ধকার কোলাহল ।
আর তাই
চলো শেষবার মরে যাবার আগে
বুকের ভেতরের বন্ধ  খাঁচাগুলোর দরজা খুলে দি
খুলে দি আলো আসার পথ আমাদের বন্ধ জানলার।
আর ভয় নয়
এসো একবার শেষ চেষ্টা করে দেখি
এসো একবার দুর থেকে আরও দুরে গিয়ে
আরও একলা থেকে দেখি
যদি আরেকবার আমরা ফিরে আসতে পারি
যদি আরেকবার আমরা নিজেদের প্রিয়জনকে বলতে পারি
" ভালোবাসি "।



No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...