Saturday, April 11, 2020

বাজারী ম্যানিকুইন


বাজারী ম্যানিকুইন
... ঋষি
আমাকে ছেঁড়বার জন্য কোন কম্পিটিশন দরকার নেই
দরকার নেই আকাশের গায়ে থুথু ছিটিয়ে
হাতের ছুঁড়ি দিয়ে আমার হৃদপিন্ড কাটার।
তোমার ইনবক্সে জমে থাকা প্রেমিক পুরুষের ডিসপ্লে
অজস্র অনুরনন বলে দেয় তুমি সুন্দরী
তাই বলে এই পৃথিবীতে তুমি যে একমাত্র এমন তো নয়।
.
সত্যি পুরুষ, কুকুর নয়
আসলে পুরুষ শব্দটা পাহাড়ের মতো কঠিন
আসলে পুরুষ শব্দটা নারী নদীর কাছে একটা আশ্রয়, একটা অধিকার।
সত্যি বলতে কি এটা অধিকার হারানোর গল্প নয়
গল্প একটা না পাওয়ার,
একটা অশ্রাব্য জীবন যখন বাজারী হয়ে যায়
তখন তার অনুভুতির সবটাই বিক্রি হয় বাজারে ।
.
মিস প্রিয়াংবদা তোমার কবিতার নাম
যার বাগানে অজস্র মধুসূদন শুধুমাত্র নিজের পরিচয় খুঁজতে থাকে,
তোমার প্রজাপতি ডানায় ভর করে
স্বপ্ন দেখতে পারে,
কিন্তু নিশ্চিত তাদের মৃত্যু তোলা তোমার রাক্ষসী চোখের ইংগিতে
তোমার সাজানো শরীরের লুকোনো বাসনায়। 
একবার আয়নায় চোখ রেখে দেখো
তোমার প্রাচীন স্তনের ডগায়  অজস্র কুকুরের দাগ।
প্লিজ নিজেকে এইভাবে পণ্য করো না
প্লিজ এইভাবে ডিসপ্লে করো না নিজের বাজারী নাম,
তুমি সুন্দরী হতে পারো,
কিন্তু নারী হিসেবে তুমি দাঁড়িয়ে আমার কবিতায়
শুধু মাত্র বাজারী ম্যানিকুইন সেজে।
  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...