Sunday, March 27, 2022

হাসি কান্না

 হাসি কান্না 

... ঋষি 


কেউ হাসালে হাসতে হবে 

কেউ কাঁদালে কাঁদতে ,

কেউ যদি  মরে যায় ,যদি চোখে জল না আসে 

সকলে প্রমাণপত্র চাইবে ,সকলে বুঝতে চাইবে সম্পর্ক 

ক্যারেন্ট এফেয়ার্স থেকে প্রশ্ন আসবে 

ভালো নেই বুঝি ?

.

তাই প্রমান করতে হবে 

এক হাঁড়ি জল জমিয়ে প্রমান রাখতে হবে আমি দুঃখী 

কিংবা খেজুর রসে মজে গিয়ে দাঁত বের করতে হবে 

কি বলেন ,প্রমান তো রাখতে হবে ,

হেসে গড়িয়ে পড়া ঝুল জমা মনে 

এই লোকগুলো  ঠিক মনে করাবে সুখ ,না হলে দুঃখ। 

.

মাঝে মাঝে মনে এইভাবে রাংতায় মুড়ে সম্পর্ক শব্দটা অপ্রয়োজনীয় 

মনে হয় জোকার সাজিয়ে এই লোকগুলোকে ছেড়ে দেব নকল শহরে 

তারপর দেখবো তারা কতটা কাঁদে 

কতটা হাসে ,

সম্পর্কের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বলবো 

ওই যে তাজমহল হাসছে 

নিজের  ভাবনাদের সৎকার করে কাটিয়ে দেব আলুসিদ্ধ জীবন 

বাকি জীবন 

যাতে একদণ্ড শান্তিতে হাসতে বা কাঁদতে পারি। 

 


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...