Tuesday, March 15, 2022

যোগ্যতা

যোগ্যতা 
ঋষি 

জানি ওখানে দাঁড়াতে যোগ্যতা লাগে 
জানি ওখানে চুরি করে দাঁড়ানো সম্ভব নয় 
তবু আমি গিয়ে দাঁড়াই ওই চায়ের দোকানে 
বিকেলে শেষ আলোর সাথে একমুখ সিগারেট ছেটাতে 
জানি তুমিও আসো সময়ের পসরা সাজিয়ে সামনের রাস্তায় 
কিন্তু তোমার পাশে হাঁটার যোগ্যতা আমার নেই। 
.
জানি ভীড়ে মিশে থাকা এই শহরে মানুষের রেওয়াজ 
জানি মনের ঘরের দরজায় তালা লাগানো 
চাবিটা কোন ম্যাজিক কবিতার মতো অপেক্ষা,
সত্যি যখন শব্দ বৃষ্টি হয়৷ 
তখন তোমার ঠোঁট গুলো নড়ে
কিন্তু আমি শুনতে পাই না কিছু। 
.
জানি এই যোগ্যতায় প্রমান হয় না রক্ত ক্ষরন 
জানি এক কবিতায় প্রমান হয় না আমি বেঁচে
শুধু যখন দেখি কেউ তোমায় জড়িয়ে ছবি তোলে
শুধু যখন দেখি কেউ তোমার পাশে নিজেকে ছবিতে দাঁড় করায়
আর তুমি হাসো
তখন বিশ্বাস হয় আমি কেউ নই 
আমি যোগ্য নই। 
তবুও আমি অপেক্ষা করি তুমি আসবে 
তবুও আমি অপেক্ষা করি তুমি শাড়ির আঁচলে আমায় বাঁধবে 
জানি এই চৌরাস্তা, এই চায়ের দোকান সব বাহানা
তোমায় শুধু একবার দেখবো বলে।

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...