Tuesday, March 15, 2022

সুগার

সুগার 
.. ঋষি 
এক কঠিন রক্তচাপ, চিনিতে ভিজিয়ে ভারতবর্ষ ভালো আছি,
কষ্ঠ হচ্ছে
একটা পারফেক্ট ইজেক্সন দরকার 
বড্ড বেশি সুগার 
তুমি কৃষ্ণ আমি রাধা, পুরো বেশ্যা পাড়া জানে 
শুধু আমরা জানি না। 
.
ভারতবর্ষ ঠেকিয়ে আগামীর সন্তানরা আমাদের নাভীতে 
মড়া অন্ধকার ট্রামরাস্তা পাড়িয়ে আগামীর অপেক্ষায় ভাবি কালটা দারুন 
অথচ আজ শুকিয়ে যায়
আমরা ভাবি কলকাতা শুধু আমাদের দেশ। 
.
রোজকার হিসেব কুড়িয়ে সময়ের যৌনাঙ্গ বাঁচিয়ে আমরা কিনে রাখি কন্ডোম
খাট না হয়ে, খাটিয়াতেও চলবে 
খাটিয়া না জুটলেও নিদেনপক্ষে একটা চাদর। 
সমস্ত দখল বেদখলের আনন্দের পর 
উলঙ্গ দুনিয়ার খোদামতে আমরা ভাবি এই তো ভালো আছি 
ভালো আছে ভারতবর্ষ 
আদতে মরা ট্রামলাইন আর চিত করে শুয়ে থাকা শহরটার গোপনে মৃত্যুমুখী 
আমরা সকলে সত্যিটা জানি 
তবু মিথ্যা বলি। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...