Thursday, March 10, 2022

রূপান্তর

 রূপান্তর 

... ঋষি 


ধীরে ধীরে গভীর হলো ভাবনা 

আমরা দৃশ্যের গভীরে ছোঁয়াছুঁয়ি ফটোফ্রেম 

গল্পগুলো লেখা হয় নি বহুদিন 

একটা ঘোড়ায় টানা গাড়িতে লেগে থাকে শহরের মেজাজ 

ভিক্তোরিয়ার পরীরা তখন স্বপ্ন 

স্বপ্ন কবিতার শব্দে নিজেকে ঘুম পাড়ানো। 

.

এমন করে আবোলতাবোল তাকিয়ো না 

ভাবনারা  গলে পড়বে তোমার শব্দহীন ঠোঁট থেকে বিষন্নতায়  

সাথে মিশে আছে নীরবতা 

তোমার দু কামরার স্তন থেকে মাসুল গুনছে শৈশব 

আমি ভীত হয়ে তাকিয়ে 

সত্যি যদি পাগল আমার শহর। 

.

এবড়োখেবড়ো রাস্তার ওপর থেকে এগিয়ে চলা 

বুকের ভিতর ভিক্ষা করে শিয়ালদা স্টেশনের অপেক্ষার দূরত্ব 

দ্রুত আমি হারিয়ে যেতে চাই 

       মিথ্যে এই শহরের শব্দদের অন্ধ করে 

সমস্ত ধর্মগ্রন্থের পুনরায় স্থাপন করতে চাই শান্তি। 

ক্ষয় আর ক্ষয় 

রূপান্তর 

ছায়ার আশ্রয়ে জীবন বোধহয় ছায়ার মতো দেখতে 

আর আমার কবিতার ছায়াহীন 

শুধু সহবাস শব্দ 

দর্শন  ,না আর সাহস হয় না ভাবতে। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...