Wednesday, March 9, 2022

এটাই আগামী



এটাই আগামী
.. ঋষি 

থামো নারী, থামাও তোমার মহীরুহ 
এই পৃথিবীর সমস্ত পুরুষ ভোগের বস্তু, সমস্ত পুরুষ ক্লীব 
তুমি আগ্নেয়গিরি, 
তুমি জানো এই পৃথিবীর সমস্ত পুরুষ তোমার যোনিজ 
তুমি তাকে করতেই পারো ক্রীতদাস
অসম্মানে তাকে ছুড়ে দিতে পারো দুটো রুটি কিংবা সময়ের রক্ত।
.
সারারাত তুমি আঁচড়ে কামড়ে বিবর্ন করো  পুরুষের পুরুষাঙ্গ
তারপর দীঘল চোখে তাকিয়ো পুরুষের দিকে
পুরুষ মগ্ন হলে , 
          ছুঁড়ে ফেলে দিয়ো তাকে অন্তস্থ প্রশ্নের মুখে 
তারপর আবার না হয় ব্যস্ত তুমি 
                 আবার তোমার মহীরুহ। 
.
জানি কলিঙ্গ থেকে ভবিষ্যতের রাস্তায় তোমার মুখে বিজয়িনী হাসি 
প্রতিটা পুরুষ তখন শুধু বিদ্রোহ, 
হে নারী... 

           তুমি থামিয়ে দিলে ঠোঁটে আঙুল দিয়ে
আমাকে প্রশ্ন করলে,কবি এটা আবার কোন সময়ের কবিতা
আমি মুচকি হাসলাম 
তোমার ঠোঁটে চুমু খেলাম 
তারপর মনে মনে ভাবলাম " এটাই আগামী "।


No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...