Thursday, March 31, 2022

দূরত্ব

 


দূরত্ব 

... ঋষি 


ট্যাক্সিওয়ালাকে গালি দিলে  কিছু হয় না


কোনো মন্ত্রীকে প্রকাশ্যে গালি দিয়ে দেখো তোমার জন্ম তুলে নেবে ,


যাই হোক এগুলো আমার কবিতার বিষয় নয় 


মৃত্যু নিয়ে লেখার মতো মানসিকতায় আমি নেই ,


বরং সত্যি হলো  নিরাপদ দূরত্ব কে না চায় ?


.


সময়ের থেকে দূরত্ব 


ধর্ম থেকে দূরত্ব 


রাজনীতি থেকে দূরত্ব 


নিজের হাতে নিজের গলায় দড়ির থেকে দূরত্ব 


সমস্ত ষড়যন্ত্রের থেকে দূরত্ব 


ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো থেকে দুরত্ব


গোটা ভারতবর্ষ আজ দূরত্বে আছে আমাদের থেকে 


কারণ আমরা দূরত্ব খাচ্ছি ,দূরত্ব হাসছি ,দূরত্বে বাঁচছি। 


.


এক মহান ট্রেজিডির গল্প এটা 


 সকাল থেকে বিকালের দূরত্ব, জন্ম থেকে মৃত্যুর দূরত্ব,


 মা থেকে মাসির  দূরত্ব, ভাবনার  থেকে কন্ডমের দূরত্ব হিসেবে মতো বেশি না


তবুও কোনো ষোলো বছরের মেয়েকে এক বৃদ্ধ ভাবনায় ধর্ষণ করতে পারে 


তবুও কোনো মেয়ে তার বাবার মতো পুরুষের সাথে মিলিত হতে পারে 


সত্যি এগুলো আমার কবিতার বিষয় নয় 


আমার কবিতার বিষয় দিনের থেকে রাতের দূরত্ব 


চাঁদের থেকে সূর্যের দূরত্ব 


মুম্বাই থেকে কলকাতার দূরত্ব 


এগুলো সব আমরা জানি 


কিন্তু এটা জানি না সম্প্রীতি একটা ম্যাগাজিনের মানুষের দূরত্বের হিসেবে করা হয়েছে 


সেখানে পাওয়া গেছে মানুষের পোশাক 


কিন্তু মানুষ না। 


No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...