Wednesday, March 30, 2022

মুখোশ

মুখোশ
... ঋষি 

এই শহরের কষ্টগুলো ইতিহাসের পাতায় ধুলোমাখা
ধুলোমাখা ইতিহাসের পলাশির কলকাতা, 
অভিশাপ এটা সময়ের
মানুষের গলার কাছে আটকানো কষ্টগুলো
মুখোশের দুপাশে ঠিক সময়ের মতো  দেখতে
অথচ ইতিহাস মানুষকে প্রাচীন করেছে বারংবার। 
.
ঠিক বলতে বা বোঝাতে পারা যাবে না
গ্রীষ্মের প্রবল দুপুর কতটা অপেক্ষারত বৈশাখী হাওয়ার
কিংবা শহরের রাস্তাগুলো কেন চাতকের মতো অপেক্ষায় প্রবল উচাটনে 
আমি সাক্ষী হয়ে বলি 
জবচার্নকের শহর আজ তৃষ্ণার্ত ও ক্লান্ত। 
.
আমার কবিতার পাতায় আজ অভাবের ভীড় 
জানি কিছু বদলাবে না তাতে
গড়িয়াহাটের মানুষের ভীড়ে তোমার চোখে রোদচশমা যখন 
তখন আমার মাইনাস কাঁচে ক্লান্ত শহর ইতিহাস লিখছে,
হয়তো ইতিহাসের পাতায় ধুলোবালি মেখে অপেক্ষা করছে 
রাইটার্স বিল্ডিংয়ের বিনয়, বাদল, দীনেশের দিনবদলের স্বপ্নে। 
অথচ এই শহরের হাইওয়ে দিয়ে ছুটতে থাকা সময়গুলো বড় ব্যাস্ত চিরকাল 
আমি জানি কিছুই বদলাবে না তাতে 
শুধু মানুষের মুখোশের আড়ালে কষ্টগুলো নিরাময়ের 
অপেক্ষায় একদিন ঠিক মরে যাবে
কিংবা হয়ে যাবে অচেনা ইতিহাস। 




No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...