Monday, October 16, 2023

সেই সময়

সবকিছু চাপা পড়ে যায়
জীবনে কতবার তো দেখলাম কত মানুষ কাঁদছে
অথচ চারপাশ বরাবর একরকম, কোনো বদলই পার্মানেন্ট নয়।
আমার বন্ধু রাজদীপ হঠাৎ হারিয়ে গেলো অকাল মৃত্যুতে
কি বদলালো, 
আমরা বন্ধুরা সকলেই ব্যাস্ত নিজের মত 
সমস্ত তার ছবি ধুলোচাপা আজ।
.
কত প্রেম, কত সংসার কত মন ভাঙতে দেখলাম
মানুষের মাঝখানে থেকে হিংসা,ঠকানো, মুখোশ,মিছিল 
সব দেখলাম,স্রোতা হয়ে শুনলাম,বুঝলাম
প্রতিটি মানুষের একটা গল্প আছে
গল্প আছে মঞ্চের উপর দর্শক আসনে যারা তাদের
আবার যারা ড্রপসিনে লুকোনো অভিধানে পাঠ মুখস্থ করছে।
.
সত্যি হলো আমাদের সকলের মধ্যে একটা পাগল বোধ কাজ করে
আমরা সকলেই কি একা নই? 
জীবনের অভিনয়ে আমাদের আভ্যন্তরীণ বোধ আমাদের মানতে শেখায় 
ভিতরের প্রতিবাদগুলো সামজিকতায় মাথা নিচু করে,
আমরা চিৎকারগুলো দমবন্ধ রাখি সেই পাগল বোধের মতো 
যে রোজ অফিস ফেরত সেই ছেলেটা একমুহুর্ত গিয়ে দাঁড়ায় তার বিবাহিত প্রেমিকার বাড়ির সামনে
কিংবা সেই মেয়েটা সংসারে হাজার কাজে অন্তত দিনে একবার গীতবিতান থেকে বের করে তার প্রেমিকের শেষ চিঠি,
কিন্তু কিছু কি বদলায়? 
একটা হাসিখুশি মানুষের ভিতরেও যে একটা পাগল বাস করে আমরা সেটা কজন বুঝি
কজন বুঝি সেই মারাত্নক মাতাল ছেলেটা রোজ রাতে এই শহরে গোলমাল করে না
আসলে চিৎকার করে প্রেমিকার নাম ধরে, 
কিংবা সেই শিশুটা বড্ড কাঁদুনি, আসলে সে শেষ দুদিন কিছু খায় নি, 
কিন্তু কিছু কি বদলায়
বদলায় সময় সমাজ, নিয়ম,হিসেব, অধিকার,উঁচু নিচু পাঠ,ওয়াইট কলার,দরিদ্র
কিছু না
এই শহরে এমন অনেক মানুষ আছে একটা নির্দিষ্ট ডোরবেলের অপেক্ষা করে আছে সারাজীবন 
যদি দরজা খুলে একবার দেখতে পায় সেই সময়।  
.
সেই সময় 
.. ঋষি 



No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...