Tuesday, October 3, 2023

মনের মানুষ

বেশ কিছুদিন এই শহরটাতে উৎসব খুঁজছি 
খুঁজছি ভালোবাসা 
অথচ শহরের পথঘাট ,নালা নর্দমা ,বাস ট্রাম জুড়ে শুধু মানুষ 
আর ক্লান্ত মানুষ। 
অবাক হচ্ছি রোজ ,চিৎকার করছি 
থামুক ওরা 
মাথা দিয়ে না ,একবার মন দিয়ে কারণ ছাড়া ভালোবাসুক 
ভালোবাসুক মনের মানুষ। 
.
বেশ কিছুদিন বসে আছি সবার পিছনে 
আমার সামনে বসে উঁচু উঁচু সব দানবাকার কারণগুলো 
তাদের চওড়া বুক  ,ব্যাক ম্যাসল ,বাইসেপ ,ট্রাই সেপ 
এমন সব প্রতিভার মাঝে 
জানি তুমি লক্ষ করো নি আমাকে কিংবা আমাদের । 
আসলে আমি আর আমার মতো এই শহরে অনেকে  
কখনো ,কোনো দিনই কোনো  উৎসবের উপযুক্ত ছিল না 
কারণ আমরা কোয়ান্টাম থিওরি বুঝি না ,বুঝি না পিথাগোরাস 
আমরা গোর্কি কিংবা রবীন্দ্রনাথ পড়ি নি 
আমরা উৎসবের শেষের আশায় আগের থেকেই ভয় পাই ,
তাই দৌড়োই  
আর তাকিয়ে দেখি তোমার সিল্কের শাড়ি ঢাকা ৩৬,৪৮ আর ৩৯ 
আরো ভয় পাই 
তোমার হৃদপিন্ড ,তোমার ফুসফুস ,তোমার যন্ত্রনা ,তোমার অভিমানে 
তারপর মুখ থুবড়ে পরি 
আফ্ৰিকার একলা জঙ্গলে 
আর শুধু খুঁজে পাই খিদে
আর সেখানে উৎসব শব্দটা একটা বাহুল্য । 
.
মনের মানুষ 
......... ঋষি

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...