Monday, October 23, 2023

বৃষ্টি বিঘ্নিত সুখ

এই অসময়ের বৃষ্টি আরেকবার প্রমান করে না
এই শহরে আজও ভালোবাসা বেঁচে, 
একটা সস্তা, রিমেকি গানের মতো চারিদিকে এতো ফুটেজ খাওয়া ক্লিক
সত্যি কি প্রমান করে না আমরা মিথ্যা দিয়ে চোখ লুকোতে চাই। 
উৎসবের শহরে এত প্যান্ডেল,এত রোশনাই 
এত হাতে, হাতে, তোমার হাসিমুখ
কেমন একটা প্রমান খোঁজে
শুধু ভালোবেসে তবে ভালো রাখা যায়। 
.
নি:শব্দে একের পর এক অপরাধ ঝরে বৃষ্টি ফোঁটায়
সকলের নতুন শাড়ী,নতুন জামা,  বস্তা বন্দী ঘোরা পথ
চোখ ঝলসে ওঠে, 
আবছা চশমার কাঁচের বাস্পে বৃষ্টি বিঘ্নিত সুখ।
মানুষ কি সত্যি নিয়ম করে উৎসবের সামনে দাঁড়ায়, ভালো থাকার জন্য
নাকি প্রতিদিনকার আয়নার সামনে আমরা সকলে দাঁড়িয়ে নকল মুখোশে মুড়ে
ভাবতে চাই,   ভালো আছি 
এই তো বেশ।
.
এর পরও উৎসব 
অতি প্রেমের কবিতার মতো তোমার রুক্ষ্ম কন্ঠে ঝরতে থাকে ক্ষোভ, 
আমি বৃষ্টির উৎসবে শান্তনা খুঁজি কালবেলায় 
কান পাতলে শুনতে পাই ক্যামেরায় ক্লিক, 
তবু কিছু মিথ্যে হয়ে যায় না 
কারণ বৃষ্টির হাত ধরেও শহরের রাজপথ আজও ভীড়ে ভারাক্রান্ত
আর আজও সকলে ভালো থাকা খুঁজছে। 
.
 বৃষ্টি বিঘ্নিত সুখ
.. ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...