Friday, October 13, 2023

বোতল বন্দী

এতটা জীবন তৃষ্ণা নিয়ে মরে যাবো 
হাজারো রহর্স্য ,অনবদ্য চাঁদনীর  হাতছানি ,কতকিছু তো বাকি ,
শৈশব ,জীবিকা ,যৌবন ,আগামী সুগার প্রেশার কোলেস্টেরল থাইরয়েড ইউরিক এ্যাসিড
দুর্লভ প্যাকেজ ,কিন্তু কি যেন হলো না ,কি যেন 
বাঁচা ?তোমাকে খাওয়া চুমু ,অপরাধী সঙ্গম 
সব কেমন অসমাপ্ত রয়ে গেলো। 
.
অথচ কত দেশ, কত নদী, কত সমুদ্র, কত ঝর্ণা, কত কুয়াশা
গভীর পর্বতের রহস্য ,কত না পড়া কবিতা ,হাজারো কবি ,সাহিত্য 
বিচিত্র মানুষ ও সংস্কৃতিকে জানাই হল না ,
অনন্ত যৌনতৃষ্ণা ,শৈশবের নিষিদ্ধ ফল আর পাপ 
বাধ্যতামূলক সতীত্ব 
সমোলোচিত সংযম ,সম্মান 
মনোগ্যামিতে কিংবা লুকোছাপা পরকীয়ায় লুকোনো বাঁচা 
সবকেমন অজানা রয়ে গেলো । 
.
আসলে সত্যিটা হলো প্রতিটা জন্মের সামাজিকতা আর হিসেবনিকেশ 
মানুষকে বন্ধনে শিক্ষিত করে ,
ভিতরে সেই বাঁচতে চাওয়া শৈশব নামক বালকটা কিংবা বালিকাকে
শিকল বন্দি করে হিসেবি নিশ্বাস নিতে শেখায় 
পৌনঃপুনিক বাপ্ ঠাকুরদার আফিং খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে বেঁচে থাকাটুকু । 
নিজের দেশে প্রবাসী কিংবা গৃহবন্দী  থাকার মতো 
আমরা বাঁচি 
কিংবা বাঁচতে চেষ্টা করি 
বোঝাপড়ায় নিজের জীবনটুকু বোতল বন্দী  রাখি 
হাসি ঠিক 
আর নিজেকে মিথ্যে শেখায় 
সত্যি বোলো ,
সমাজে সংযমের মতো পবিত্র বস্তু আর কিছু নেই। 
.
বোতল বন্দী 
.. ঋষি

No comments:

Post a Comment

.বৃষ্টির ওপারে

সুতরাং, আমি একটি চুক্তি করেছি বৃষ্টির সাথে যেহেতু আমি অনন্ততায় বিশ্বাস করি না সেহেতু এখনই ভিজবো,  প্রকৃতির চিরস্থায়ী নির্দোষতা এবং আধ্যাত্ম...