Friday, October 6, 2023

তুমি ও আমরা চারজন প্রেমিক

 
আমরা চারজন তোমার প্রেমিক 
আমরা প্রত্যেকে  তোমাকে ভালোবেসেছি নিজের মতো করে
আমরা প্রত্যেকে ফিদা হয়েছি তোমার হাসির ছটায়, তোমার শারীরিক ওঠানামায়, তোমার শাড়ির আঁচলে
আমরা প্রত্যেকে তোমাকে পুজো করেছি নিজের মতো করে 
তোমাকে ছুঁয়েছি 
কিন্তু ছুঁয়েছি কতটা? 
.
আমরা প্রত্যেকে এসেছি তোমার জীবনে নির্দিষ্ট ছন্দে
নিয়ম করে তোমার আরাধনায়  ধুপ ধুনো জ্বেলেছি 
তোমার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছি,উড়িয়েছি প্যাকেট প্যাকেট সিগারেট 
কিংবা বৃষ্টিদিনে তুমুল নেশায় হস্তমৈথুনে তোমাকে জড়িয়ে এই শুকনো শহরে কুড়িয়ে নিয়েছি নিজেদের যোগফল কিংবা বিয়োগ। 
.
আজ এতগুলো বছর পরেও আমরা প্রত্যেকে দাঁড়িয়ে তোমার বারান্দার নিচে
আমরা প্রত্যেকে একবার দেখতে চাইছি তোমায়, 
আসলে আমাদের প্রত্যেকের বাড়িতে মুখরা দজ্জাল বৌ
ন্যালাক্ষেপা  কিছু ইকিরমিকির সন্তান
নুন আনতে পান্তা ফুরোনো অভিশাপে আমরা প্রত্যেকেই তোমার পাপী। 
প্রত্যেকের দিনান্তে ফুরোনো সপ্নের মাঝে হঠাৎ ফুটে ওঠে তোমার প্রতিমার মতো মুখ,
আমাদের মধ্যে কেউ তোমার স্বামী, কেউ বন্ধু, কেউ প্রতিবেশী, কেউ প্রেমিক 
অথচ আমরা সকলেই একই ফুটপাথে দাঁড়িয়ে ভিখিরীর মতো
আমাদের নিজেদের মাঝে কোন দ্বন্দ নেই
আমাদের নিজেদের মধ্যে কোন পার্থক্য নেই
আমরা সকলেই পুরুষ ও তোমার প্রেমিক 
অথচ আমাদের সকলের একই অভিশাপ
আমরা তোমাকে ছুঁলেও 
তোমাকে ছুঁতে পারি নি। 
.
তুমি ও আমরা চারজন প্রেমিক
.. ঋষি 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...