Friday, October 6, 2023

তোমার হবে না

জানি তোমাকে কখনো পাওয়া হবে না
কারণ তোমার কবিতার ঈশ্বর কোন বইমেলায় 
একলা দাঁড়িয়ে নিজের বই বিক্রি করে নি,
কখনও কোন দিন বিকেল কিংবা সন্ধ্যায় বিখ্যাত মুখের পাশে তোমাকে দেখা যায় নি, 
তুমি কেন বোঝো না
তোমার কোন জাহির নেই,নেই কোন কবিতার বাবা
শুধু আছে নিসঙ্গতা আর কবিতা। 
.
সবাই যখন হাওয়ার সাথে সন্ধি করে কবিতার পালায় ছুঁটছে
তখন তোমার রক্তাক্ত বর্ণমালা কবিতার ভাবনা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে,
তুমি জানো এই ক্ষুদার্ত, আশ্র‍য়হীন  মানুষগুলোর কোন গতি নেই 
নেই কোন দামামা,নেই কোন কবিতার উৎসব
আছে শুধু কষ্ট
তুমি জানো এদের কোন মঞ্চ নেই, নেই সেল্ফির বাহুল্য
অথচ  তুমি এই গরীব মানুষগুলোর জন্য কবিতা লিখে যাচ্ছো। 
.
সুতরাং তোমার কিছু হবে না
দিল্লি কিংবা কলকাতার পুরষ্কার কবি প্যানেলে তোমার নাম নেই 
তোমার কোন সম্পাদক কিংবা প্রকাশকের সাথে যোগাযোগ নেই
কোন আবৃত্তিকার তোমার তৈলাক্ত দাদা বা বোন হয় না
আসলে তোমার কবিতারা প্রমোশন চায় না
চায় না সময়ের সাথে সন্ধি করতে। 
তোমার কবিতারা শুধু শহর লিখতে জানে
ফসল বুনতে জানে মানুষের দৈনতা আর কষ্টের চাষাভুষা মাঠে
আসলে তোমার কবিতারা সত্যি বলতে জানে
তাই বেশ্যার মাটিতে প্রতিমা গড়ার উৎসবে
তুমি থাকবে কবিতার জন্য 
কিন্তু কবিতার মাটিতে তোমার প্রতিমা গড়া হবে না। 
.
তোমার হবে না 
.. ঋষি 


No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...