Friday, October 27, 2023

বাঁচতে চাই

আকাশে যুদ্ধবিমানের ঘনঘটা
ইউক্রেন কিংবা গাজায় এ কে ৪৭ এর সামনে দাঁড়িয়ে শিশুটা বলছে বাঁচতে চাই, 
চারিদিকে ভেঙে পরছে একের পর এক বিশাল বিশাল কংক্রিটের পাঁচিল, ভুমিতে ফাটল 
মরক্কোয়  অসহায় ভুমিকম্পে দাঁড়িয়ে সেই বৃদ্ধা শেষবারের মত বলছে বাঁচতে চাই, 
ক্যন্সার আক্রান্ত অনিকেত দা মৃত্যুর শেষমুহুর্তে আমার কানের কাছে ফিসফিস করে বল্লেন বাঁচতে চাই,
নিজস্ব এফবি পোস্টে সানগ্লাস লাগিয়ে মৃত মানুষটা বলছে বাঁচতে চাই, 
মায়ের ফ্যালিওপিয়ান টিউবে বেড়ে ওঠা ভ্রুনটা ভীষন কাঁদছে, বলছে বাঁচতে চাই,
অনাহুত প্রেম বিশ্বাসে ঠকে গিয়ে মধ্যরাতে একলা সংযমে চিৎকার করে বলছে বাঁচতে চাই,
এই প্রাচীন ভালোবাসার শহর, শহরের গাছগুলো,মানুষগুলো,পুরনো ট্রামলাইন সকলেই বলছে গুপচুপ করে  বাঁচতে চাই,
শহরে প্রত্যহ ঘটে চলা ঘটনা,রাইটার্স বিল্ডিং,বিনয়, বাদল, দীনেশের স্ট্যাচু সকলেই বলছে বাঁচতে চাই 
এই উৎসব শেষে কবিতার মঞ্চ, হাজারো কবিতার পাতা,কবিদের বুকের গভীরে ঘুমন্ত কবিতারা সময়ের কলমে চিৎকার করছে, বলছে বাঁচতে চাই। 
.
ঠিক তো মশায় বাঁচতে চাই সবাই 
পঞ্চবার্ষিকী সরকার, খবরের সাজানো পাতা,কবিতার দালাল, সেলিব্রিটি ফটোফ্রেম
শঙ্কঘোষের দালান,দেশের তিন রঙা জাতীয়পতাকা,অনুপমের জীবমুখী গান, সাঁওতাল পরগনায় ধর্ষিত সেই মেয়েটা,
ঋনগ্রস্থ সেই কৃষক, কন্যাগ্রস্থ সেই পিতা,পরীক্ষার রেজাল্ট, চাকরীর এপোয়েনমেন্ট লেটার, তোমার দু:খে এগিয়ে আসা কাঁধগুলো কিংবা লোভী থাবাগুলো
কিন্তু
কিন্তু মশাই
আমি জানতাম ভালো থাকাটা,বাঁচতে চাওয়াটা একটা আর্ট
কিন্তু সেটাই ক্রমশ কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে 
মানুষ দৌড়চ্ছে আধুনিকতা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাস্ততার সাথে
মানুষ হারাচ্ছে,মানুষের বেঁচে থাকা মানুষের সাথে
আমি মানুষের চিৎকারগুলো ইদানীং শুনতে পাই 

কারন আমিও যে সেই মানুষগুলোর দলে দাঁড়িয়ে  একদা অপরাধী ও প্রেমিক। 
.
বাঁচতে চাই 
.. ঋষি

No comments:

Post a Comment

আরো গভীরে যাই

একটা খুনের খবর অথবা শোকপ্রস্তাব নিশ্চিন্তে গাড়ির  কালো ধোঁয়ার মতো ছেটানো গুপ্তহত্যা  নীল নয়, সাদা নয় - বেগুনী আকাশ বোধহয় বহুদিনে...