যৌন পিপাসা নিরুত্তরে এক অন্ধকার ডাক
ডাকটা অমান্য করা মুশকিল
আবার মেনে নেওয়াও মুশকিল জানি
তবু একবার নিজের বুকে হাত রেখে বলুন তো মিথ্যা কি ?
কেন দেখাচ্ছেন ?
কেন দেখাচ্ছেন আপনারা সুখে থাকার বিজ্ঞাপনী সেলফি
সত্যি বলতে পারছেন না ,ভয় পাচ্ছেন
মুক্তি নেই ,মুক্তির পথে জটিলতা।
কি চাইছেন ?
নিয়মের সমাজের অধীনে বোঝাপড়া নামক শব্দের সাথে আলিঙ্গন করে
এই জীবনটা কাটিয়ে দেবো এমনি।
.
কি ভালো আছেন তো মশাই ?
নিজেকে খুশি প্রমাণিত করতে জড়িয়ে আছেন সমাজকে সাপের মতো
তাজমহলের সামনে সাজানো ফ্যামিলি ফটোফ্রেম
কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে বুক চিতিয়ে ছবি ,ভালো আছি ,
দিঘায় সমুদ্রের বালিতে জোড়া কাঁকড়া
বিশ্বাস করাতে চাইছেন নিজেকে ভালো আছেন
আমি তো বুঝছি মশাই সবটাই, ভয় পাচ্ছেন ,ডিভোর্স ,সমাজ ,নিয়ম
থাক আর সত্যি বলবো না।
.
আপনাকে বলছি ম্যাডাম
বেনারসী পরে ,সুট ,টাই পরা সামাজিক মানুষটার পাশে আপনাকে বেশ লাগছে
ব্যাংক ব্যালান্স ,জীবন বীমায় পাশাপাশি নাম ,বেশ লাগছে।
তবু রাতের বিছানা জানে ম্যাডাম আপনার শরীরে আজ বহুদিন লাগে নি
পুরুষের ঘাম ,বালিশের শহরে নেই কোনো পুরুষালি গন্ধ
সাজানো গোছানো সংসার,
সেই বোঝাপড়া।
আজও জানলার দিকে তাকিয়ে আপনি আকাশ খোঁজেন
সত্যি বলতে পারছেন না তো
বাপের বাড়ি ,শশুর বাড়ি ,পাড়া প্রতিবেশী কি বলবে।
.
কি বলছেন আপনারা ,বড্ড বেশি সত্যি বলছি
দেখে নেবেন ,
তা দেখে নিন
আমি যে জেনে গেছি ব্যাপারটা
আমি যে জেনে গেছি বোঝাপড়া করে সময় কাটানো যায়
কাঁদা যায় একলা নিজের কাঁধে মাথা রেখে
ফটোফ্রেমে ফ্যামিলি ফটো সাজিয়ে নিজেকে বোঝানো যায়
ভালো আছি ,
কিন্তু ভালো থাকতে একটা মানুষ চাই ,একটাই মানুষ
শুধুই শরীর নয় ,শুধুই বন্ধু নয় ,শুধু একটা বিশেষ স্পর্শ
যার সাথে ভালো থাকা যায়
সুতরাং সময় আছে আর মিথ্যে নয়
অনুরোধ সত্যিটা বলে ফেলুন।
.
সত্যিটা বলে ফেলুন
,,, ঋষি
No comments:
Post a Comment