চাঁদে প্রাণ আছে এই ভেবে কেউ এগিয়ে যায় অনবদ্যের দিকে
কেউ পথ চলতি হঠাৎ ছেড়ে দেয় প্রেমিকার হাত
কেউ আবার চিৎকার করে মাঝরাস্তায় প্রেমিকার নাম ধরে
কেউ কেউ ভালোবাসাকে শরীর ভেবে সঙ্গমে লিপ্ত হয় অন্যে পুরুষের সাথে
কেউ আবার আগুনে ঝাঁপ দেয় হঠাৎ কোনো একলা দিনে
কেউ আবার একলা অপেক্ষায় অন্ধকারে দিন কাটায়।
.
কেউ ক্ষুধার্তের মুখ থেকে কেড়ে নেয় থালা
কেউ যত্ন ক'রে তাকেই বেড়ে দেয় ভাত আর ভালোবাসা
সময় বুভুক্ষুর মতো তৃষ্ণার্ত মরুভূমিতে ভিক্ষা করে
তখন কেউ জলকেলিতে খুঁজে নেয় আনন্দ।
কেউ ভালোবাসার আপদতা মরেছে ভেবে এগিয়ে যায় অন্য প্রেমের কাছে
কেউ বেহুলার ভেলা নিয়ে ভেসে পরে গাঙুড়ের জলে
ভেসে যায় একা একা
একলা আঁচল দিয়ে আগলে রাখে তার পচা ,গলা লুকোনো ভালোবাসা ।
.
যখন পাথুরে চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়ে ভালোবাসা
আত্মঘাতী ট্যাংকার একলা আবিষ্কার খোঁজে মনের গভীরতায় ,
আত্মঘাতী মানুষেরা বুঝতে পারে না
ভালোবাসা শুধু খিদে নয় ,তৃষ্ণা নয় ,একটা ক্লোরোফরমিয় সৃষ্টি
যা মানুষকে বাঁচাতে সাহায্য করে আগামীর জন্য
যা আগামী প্রজন্মের দিয়ে যেতে পারে অস্তিত্বের উপস্থিতি।
চাঁদের প্রাণ আছে ভেবে যারা স্বপ্ন দেখে
তারা এটা বোঝে না বিষ খেয়ে হয়তো যন্ত্রনা মেটানো যায়
কিন্তু অপেক্ষার থেকে বেশি সুখ ইহজগতে নেই ,
অণুবীক্ষণে নিজেকে আবিষ্কার করা
মুখোশ খুলে মুখোশ পরা সব মানলাম শক্ত
কিন্তু তার থেকেই শক্ত ভালোবাসার হাত ধরা
অপেক্ষায় চাঁদের মাটিতে সবুজ গাছ লাগানো ।
.
ভালোবাসার চাঁদ
ঋষি
No comments:
Post a Comment