তোমাকে নিয়ে আমার স্বপ্নের কমতি নেই
ফুটপাথে মুখোমুখি দাঁড়িয়ে চা খাবো
সমুদ্রের বালিতে পাশাপাশি আমাদের ফুটপ্রিট থাকবে ,
কাঁকড়ার মতো ঢুকে যাবো তোমার ভিতরে
তোমার বুকের গন্ধে বিভোর হয়ে ভাববো এই তো বেশ।
এই শহরে হাতে টানা রিক্সা চড়বো কিংবা ট্রাম
সময়ের মাটিতে পুঁতে দেব বিশুদ্ধ একটা নতুন প্রজাতির গাছ
যে গাছে ফুল হবে ,ফল হবে ,নিশ্বাস শুনবো ,ঘুমোবো
আর তোমার মতো চিৎকার করে বলবো কাউকে দেব না তোকে ।
.
ভালোবাসা মানুষের এক ব্যাক্তিগত অসুখ
সারা শহর যখন উৎসব ক্লান্ত ঘুমে ঢলে পড়ছে বিষন্নতায়
তখন এই শহরে তোমার জামার বোতাম খোলার শব্দ শুনছে কেউ
বুকের ভিতর জঙ্গলে আগুন লাগছে
অনুভবে উঠে আসছে তোমার তপ্ত নিশ্বাস ,
অনেকটা না বলা গলার কাছে আটকে চিৎকার করছে
শুধু আমার,শুধু আমার বলা যাচ্ছে না ।
হচ্চে না ,হচ্ছে না কিছুতেই , সানগ্লাস লাগিয়ে হাসিমুখে ক্লিক
নেওয়া যাচ্ছে না একের পর এক লাইক ,সাজানো ছবিতে মেকি হাসি
তবুও জানি ,তবুও মানি
'বুকের আগুনের ভিতর একটা বোধ আজও সোনার পাখি হয়ে জ্বলছে
মাথার চারপাশে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে মুহূর্ত
ভালোবেসে ভালো রাখাটা সত্যি
ভালোবাসা একটা অসুখ তাও সত্যি
তবে সত্যি নয় এই মুহূর্ত আর এই বেঁচে থাকা
তবু হাসছি
কারণ হাসতে থাকাটাই নিয়ম।
.
হাসির কথা
... ঋষি
No comments:
Post a Comment