Saturday, October 14, 2023

অন্যদিন

বাজলো তোমার,,,,,,,, 
বাজলো না, শুনলেন না আপনারা সকালের রেডিওতে প্রতিবার একইরকম বীরেন্দ্রবাবু। 
বললাম তোমাকে শুভ মহালয়া
সেই একই বাতাসে পাখির ডানা ঝাপটাবার শব্দ  শুনতে পেলাম 
শুনতে পেলাম তাচ্ছিল্যের হাসির শব্দ 
তোমার কন্ঠ, মহালয়া কখনও শুভ হয় না 
শুভ হয় ভাবনারা। 
.
ভাবনা? 
সে এক মজার গল্প এক যে ছিল রাজা, এক যে ছিল রানী
ছোটবেলায় শোনা নটে গাছটি মুড়িয়েছে বহুদিন 
তবু ফুল বেচতে বেচতে দিদিটার নাম হয়ে গেছে ফুলি দি 
তবু রফিক চাচা পায়রা ওড়াতে থাকা ভাবনারা আজ আমার মুক্তি
তবু ভালোবাসায় মৃত লোকটার নাম হলো দেবদাস। 
.
গড়িয়াহাটে মারাত্নক কেনাকাটার  ভীড় তখন 
তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম নীল আকাশি শাড়িতে ভীষন ব্যস্ততায় 
তবে এই প্রথম ইচ্ছে হলো না তোমার সাথে কথা বলতে
মনে হলো উৎসবের শহরের পাশে দাঁড়িয়ে আছি আমরা একে অপরের হাত ধরে
তোমার অন্য হাতে তখন একটা গোটা সংসার। 
তুমি হাসছিলে খুব
হঠাৎ তোমায় বলতে ইচ্ছে করলো শুভ মহালয়া
উৎসবের শুভেচ্ছা
এইবার আমার ঘুম ভেঙে গেলো 
স্পষ্ট  শুনতে পেলাম নিচে বাবার ঘরে পুরনো রেডিওর শব্দ
আপনারা শুনবেন ১০৭ মেগাহার্জে উৎসবের আকাশ আয়োজিত বিশেষ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী
আপনাদের সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। 
.
অন্যদিন
.. ঋষি 



No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...