Saturday, September 16, 2017

ছাঁচে তৈরী মূর্তি

ছাঁচে তৈরী মূর্তি
.................ঋষি
======================================================
ছাঁচে তৈরী মূর্তি
বুঝলে সময়ের বড় অভাব তোমাকে বুঝতে।
ওই তো কাঠের কাঠামো ,তারপর মাটি লেপে ,মুখটা বদলায় না
আসলে সময়ের চিৎকারে চলন্তিকা। শেষে গর্জন তেল রং।
খুব স্বচ্ছ কোনো ভূমিকায় নারী তুমি দেবী
পূজনীয় ,কমনীয় ,,,,,,,,,,,শুধুই রমণীয় ,,,,,,বাকিটা .....
.
সময়ের চিৎকার মিশে যায় জনতার উদযাপনে
সময় লুটিয়ে পরে ফুটপাথে হকারের চিৎকার ,,নিয়মিত পণ্য।
নতুন জামা ,নতুন সময় ,,,,আর কিছুদিন তারপর তিনি আসছেন সন্তান সন্তনি সহ
এই সমাজ, এই সময় লুটিয়ে পরবে দেবী আগমনে ,,,,আশীর্বাদ প্রার্থী পুণ্যার্থীর ভিড়।
অথচ এই সমাজ কোনো নারীকে খুব সহজে বলবে নষ্ট
করবে নষ্ট।
নিজের প্রয়োজনে প্রণম্য সেই দেবীকে বিসর্জন দেবে ভয়ানক রূপে
ধর্ষণ।
বুঝবে না চলন্তিকা তোমার বয়স কত
ষোলো ,ছাপ্পান্ন ,,নাকি জীবিত  নাকি মৃত ,,শুধুই মাত্র শরীর প্রয়োজন।
বুঝবে না  তোমার জঙ্ঘাসন্ধি স্থলে অবশেষে নেমে আসা  তরল সে কি  রক্ত ? নাকি জন্ম ?
কি আসে যায় ?সময়ের অভিসন্ধি শুধু শরীর।
এই সময় ,,এই সমাজ আসলে  জানোয়ারের চিড়িয়াখানা
এইবার জানোয়ার গুলো বন্দী করার সময় হলো।
.


এইবার বদলাক সময়ের ভিতে জাগ্রত কোনো নষ্ট অভিশাপ
চলন্তিকা তুমি পূজনীয় হও,,,,শুধু মাত্র দেবী নয় ,,শুধু মাত্র প্রয়োজন নয়
শুধু মাত্র মাংস রুপী অধিকারের ভিতে নয় ,
তুমি পূজনীয় হও মাতৃরূপী ,সত্যিকারের সন্মানে,সত্যি অধিকারে।
যাতে তোমার আগামী  কোনো চিৎকার মিশে না যায় কোনো ছ বছরের শিশুর কান্নায়
আর কোনো বধূ আত্মঘাতী না হয় ,,,লজ্জা ও শোকে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...