খোঁজ
........... ঋষি
====================================================
আরো কিছু গল্প জমে আছে ,কিন্তু খসড়া নেই
নেই হিসেবের খাতায় এমন কিছু শর্তের যার কোনো বাজার নেই।
তার সাথে দেখা হওয়ার ভোরে
কখন যেন একটা ঠোঁট ছুটে এলো আমার দিকে।
তা প্রায় নয় মাস হলো আমার ক্যালাইডোস্কোপে কি যেন নাম ছিল স্বপ্নের
অরিত্রিকা কিংবা অন্য কোনো। ..ঠিক মনে নেই।
বলেছিলো
আপনার দেশের রেপ আইন এবার বদলানোর সময় এসেছে ,
শুধু মাত্র নারী শরীরকে পণ্য নয়
একটু অন্য আয়নার দেখুন এবার।
এরপরে সেই সকালের কারখানার ভোঁ,চলে গেলো সে।
সমস্ত দ্রাঘিমাংশ ,অক্ষাংশ কোথাও আর খুঁজে পাওয়া গেলো না তাকে
শুধু বারান্দায় গিয়ে দেখি
পাশের বাড়ির ছাদে একটা লাল টুকটুকে ব্রা।
যা তা আর কি
সভ্যতার অংশ জুড়ে তখন বড় আপেল।
মানুষ ক্রমশঃ হারিয়ে গেল বিপণন সংস্থার লাইকের ভিড়ে
পুরোনো অথচ চিঠিপত্রের অভিসার বংশ
তাৎক্ষণিক ছোট ছোট বাক্স জুড়ে দেওয়াল জোড়া নীল আলো।
বহুদিন বাদে অজ্ঞাতঘুম থেকে রিপুগুলো জেগে উঠে বলে
‘আমাদের আর কোনো ভয় নেই।
সকল কবিতার ভিতরেই আমাদের বাসযোগ্য বরফ, এই-ই সত্য’
কিন্তু কি বেশ নাম ছিল ,,হ্যা অরিত্রিকা তাকে আর পেলাম না।
........... ঋষি
====================================================
আরো কিছু গল্প জমে আছে ,কিন্তু খসড়া নেই
নেই হিসেবের খাতায় এমন কিছু শর্তের যার কোনো বাজার নেই।
তার সাথে দেখা হওয়ার ভোরে
কখন যেন একটা ঠোঁট ছুটে এলো আমার দিকে।
তা প্রায় নয় মাস হলো আমার ক্যালাইডোস্কোপে কি যেন নাম ছিল স্বপ্নের
অরিত্রিকা কিংবা অন্য কোনো। ..ঠিক মনে নেই।
বলেছিলো
আপনার দেশের রেপ আইন এবার বদলানোর সময় এসেছে ,
শুধু মাত্র নারী শরীরকে পণ্য নয়
একটু অন্য আয়নার দেখুন এবার।
এরপরে সেই সকালের কারখানার ভোঁ,চলে গেলো সে।
সমস্ত দ্রাঘিমাংশ ,অক্ষাংশ কোথাও আর খুঁজে পাওয়া গেলো না তাকে
শুধু বারান্দায় গিয়ে দেখি
পাশের বাড়ির ছাদে একটা লাল টুকটুকে ব্রা।
যা তা আর কি
সভ্যতার অংশ জুড়ে তখন বড় আপেল।
মানুষ ক্রমশঃ হারিয়ে গেল বিপণন সংস্থার লাইকের ভিড়ে
পুরোনো অথচ চিঠিপত্রের অভিসার বংশ
তাৎক্ষণিক ছোট ছোট বাক্স জুড়ে দেওয়াল জোড়া নীল আলো।
বহুদিন বাদে অজ্ঞাতঘুম থেকে রিপুগুলো জেগে উঠে বলে
‘আমাদের আর কোনো ভয় নেই।
সকল কবিতার ভিতরেই আমাদের বাসযোগ্য বরফ, এই-ই সত্য’
কিন্তু কি বেশ নাম ছিল ,,হ্যা অরিত্রিকা তাকে আর পেলাম না।
No comments:
Post a Comment