Sunday, September 10, 2017

অসময়

অসময়
.......... ঋষি
===============================================
আমার কোনো জন্ম নেই ,নেই গন্তব্য
শহরের নাভিস্থলে আজকাল শরতের মেঘের আগমন।
এই শহর জানে না জীবন শুধু কোনো অদৃশ্য বন্ধনে ছুটে বেড়ানো
তাইতো এই শহরে উৎসব আসে।
মানুষগুলো সব বাচ্চা শিশুর মতো শুধু ভুলে যায়
শহরের না থাকুক ,মানুষের তো মৃত্যু আছে।
.
পাড়ায় ,পাড়ায়  প্যান্ডেলের সাজ
অসুরদমনী ছেলে মেয়ে নিয়ে স্বর্গ থেকে মর্ত্যের পথে।
সমস্ত অসুরদের মৃত্যু হবে
কেমন একটা বোকা বোকা কনসেপ্ট ,কেমন অদ্ভুত স্বপ্ন দেখছে মানুষ।
যে শহরের ছ বছরের কন্যার মৃত্যু ঘটে
যে শহরে প্রতি ২২ মিনিটে একজন মহিলা ধর্ষিত হয় ,
সেই শহরের বদলাবে ?

সময় চিৎকার করে মওকা মওকা করে
ইলেক্ট্রিনিক্স মিডিয়াতে সবচেয়ে সস্তায় বিক্রি হতে থাকে অজস্র লুকোনো কান্না
এই সেই সময় ?এই অসময়
মানুষ শুধু মেতে থাকতে চায় নিজেকে ভোলাতে ,নিজেকে মানাতে
একটা মিথ্যা বাঁচাকে আশ্রয় করে সত্যি লুকোতে চায়।
নিজের খিদে মেটাতে এই সময়
কোনো জন্মদাত্রী তার সন্তান বেঁচে দেয় ,,,,, লজ্জা।

আমার কোনো মৃত্যু নেই ,নেই বেঁচে থাকা
শহরের নাভিপদ্মে এখন শুধু সাজ সাজ রব।
আর কদিন কুমোর পাড়ায় কাঠামো তৈরী শেষ ,এখন মাটির লেপন
ঠিক এমনি মানুষের বেঁচে থাকা ,মিথ্যে ঢাকার চেষ্টা।
এই শহরের মানুষগুলো তো মরে গেছে কবে
শুধু এই কপট উৎসব আর উৎসবের ঘোর।



No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...