পুতুলের গল্প
.............. ঋষি
===========================================
এই পোড়া জমি ,দুপাশে উঠে যাওয়া অনন্ত অসীম
কোনো পুতুলের কবিতা লিখবো আজ।
নিয়মিত একটা অভ্যাস যখন বদলাতে বদলাতে সময় হয়ে যায়
তখন কিছু না বলা কাঠের পুতুল।
সময়ের নীরাদের মতো কিছু অবিনশ্বর তখন চলন্তিকা
আমি স্পষ্ট দেখতে পাই তোমায়।
কিছু কিছু কাঠের পুতুল অন্ধকারে হাতড়াতে হাতড়াতে একলা হেঁটে চলে
বিছানা ,বালিশে লেগে থাকে স্বপ্নের কিছু আশা।
পুতুলের ঘর
শেষ পর্যন্ত পুরুষেরা পুতুলের সাথে শোয় ,কামড়ে ধরে কাঠের বোঁটা
কাঠের যোনীর ভেতরে দু’পংক্তি কবিতা লিখে হয়ে যায় সামাজিক সংসার।
অথচ পুতুল বলে ভালোবাসো,বলে সংসার ,পায়ের তোলার জমি
খুঁজতে খুঁজতে কখন মন ভাঙে।
জ্যোৎস্নার ঘাটে আরামি চাঁদটা কখন যেন জানলার পর্দা সরিয়ে দেখে
একটা পুতুল।
দীর্ঘশ্বাস—সময় দাঁত ,নখ বের করে খামচে ধরে
আর চাঁদেরও স্বপ্ন আসে।
পুতুল খুব ভালো করে ঋতুগুলো ,চেনে হেমন্ত
যখন পাতা ঝরে, সে তার নিজের ভেতরেই ঝরে।
পৃথিবীতে শুধু তার হলুদ আভাস
আর আমার এই বিকেলে অদ্ভুত এক পুতুলের গল্প।
আসলে সময়ের পুতুলের সব সামাজিক
শুধু নিজেকে লুকিয়ে মৃত্যুর জুতো পরে হেঁটে যায়।
.............. ঋষি
===========================================
এই পোড়া জমি ,দুপাশে উঠে যাওয়া অনন্ত অসীম
কোনো পুতুলের কবিতা লিখবো আজ।
নিয়মিত একটা অভ্যাস যখন বদলাতে বদলাতে সময় হয়ে যায়
তখন কিছু না বলা কাঠের পুতুল।
সময়ের নীরাদের মতো কিছু অবিনশ্বর তখন চলন্তিকা
আমি স্পষ্ট দেখতে পাই তোমায়।
কিছু কিছু কাঠের পুতুল অন্ধকারে হাতড়াতে হাতড়াতে একলা হেঁটে চলে
বিছানা ,বালিশে লেগে থাকে স্বপ্নের কিছু আশা।
পুতুলের ঘর
শেষ পর্যন্ত পুরুষেরা পুতুলের সাথে শোয় ,কামড়ে ধরে কাঠের বোঁটা
কাঠের যোনীর ভেতরে দু’পংক্তি কবিতা লিখে হয়ে যায় সামাজিক সংসার।
অথচ পুতুল বলে ভালোবাসো,বলে সংসার ,পায়ের তোলার জমি
খুঁজতে খুঁজতে কখন মন ভাঙে।
জ্যোৎস্নার ঘাটে আরামি চাঁদটা কখন যেন জানলার পর্দা সরিয়ে দেখে
একটা পুতুল।
দীর্ঘশ্বাস—সময় দাঁত ,নখ বের করে খামচে ধরে
আর চাঁদেরও স্বপ্ন আসে।
পুতুল খুব ভালো করে ঋতুগুলো ,চেনে হেমন্ত
যখন পাতা ঝরে, সে তার নিজের ভেতরেই ঝরে।
পৃথিবীতে শুধু তার হলুদ আভাস
আর আমার এই বিকেলে অদ্ভুত এক পুতুলের গল্প।
আসলে সময়ের পুতুলের সব সামাজিক
শুধু নিজেকে লুকিয়ে মৃত্যুর জুতো পরে হেঁটে যায়।
No comments:
Post a Comment