Saturday, September 2, 2017

ভালোবাসি

ভালোবাসি
.......... ঋষি
===============================================
তোর ঠোঁটে ঠোঁট রেখে বলবো
ভালোবাসি।
তোর বুকে বুক ঘষে বলবো
ভালোবাসি।
আগামী কোনো একলা দিনে তোকে কোলে তুলে নিয়ে বলবো
ভালোবাসি।

ভালোবাসি সেই একলা গাছটাকে
যাকে সবাই দেখে দূর থেকে শুধু  ফলে আশায়
আর আমি দেখি তোকে আদর করবো বলে।
ভালোবাসি সেই ডিঙি নৌকো
যা হাজারো জল ,বাদলে ভেসে চলে নীরব কোনো ইচ্ছার মতো ,
যাকে সকলে মৃত্যুর রূপররেখা আঁকে
আর আমি দেখি তোর চোখে আমার মৃত্যু বারংবার।
ভালোবাসি তাই
মিশে যেতে চাই এক শরীরে ,এক শব্দে
অর্ধনারীশ্বর।

তোর শরীরে শরীর মেখে বলবো
ভালোবাসি।
তোর চোখে চোখ রেখে বলবো
ভালোবাসি।
আগামী কোনো  দিনে তোকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলবো
ভালোবাসি। 

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...