পাগলামি (৭)
............ ঋষি
============================================
নিস্তব্ধতা
বিকেলের চারিপাশে ছায়ামাখা শব্দদের ভিড়।
এই শব্দগুলো সব তোমার।
ক্রমশ গলতে থাকা মোম ,বিকেলের গঙ্গার ফেরীঘাটে ঘর ফেরা নৌকা।
তোমার গন্ধ ,তোমার গলার স্বর
বড়ো পাগল করছে।
নিজের চেতনার ভেতর
আকাশের মেঘের পাতলুন ছিঁড়ে খুঁড়ে দেখি বিশাল এক স্বপ্ন।
তোমার আদুরে মেঘের ভাজে
ক্রমশ প্রকট নীল স্বপ্নের কোনো লালচে পিচকিরি শেষ আকাশের আলোয়
হলুদ পাতার মতো ঘুরে ঘুরে ক্রমশ নিভে যাচ্ছে আলো।
আমাকে প্রশ্ন করছো তুমি ,জানতে চাইছো
আমি বলি
মানুষ বৃক্ষ নয়।
তাই ঝরে যাওয়া মানে পরিসমাপ্তি, অবশেষে সব শেষ নয়
ফিরে আসা মাটির আদরে
ক্রমশ রাস্তার পাশে বাতিস্তম্ভগুলো উঠছে জেগে।
নিস্তব্ধতা
বিকেলের চারপাশে ক্রমশ অন্ধকার কোনো বোবা শহর।
তুমি জানো প্রতিটা শব্দ এই সময় মনে করাচ্ছে তোমায়
তোমার রঙিন আবদার।
ক্রমশ সূর্যের শেষ ফিতে টুকু গিলে খাচ্ছে একলা সময়
তোমাকে খুঁজছে পাগলের মতো।
............ ঋষি
============================================
নিস্তব্ধতা
বিকেলের চারিপাশে ছায়ামাখা শব্দদের ভিড়।
এই শব্দগুলো সব তোমার।
ক্রমশ গলতে থাকা মোম ,বিকেলের গঙ্গার ফেরীঘাটে ঘর ফেরা নৌকা।
তোমার গন্ধ ,তোমার গলার স্বর
বড়ো পাগল করছে।
নিজের চেতনার ভেতর
আকাশের মেঘের পাতলুন ছিঁড়ে খুঁড়ে দেখি বিশাল এক স্বপ্ন।
তোমার আদুরে মেঘের ভাজে
ক্রমশ প্রকট নীল স্বপ্নের কোনো লালচে পিচকিরি শেষ আকাশের আলোয়
হলুদ পাতার মতো ঘুরে ঘুরে ক্রমশ নিভে যাচ্ছে আলো।
আমাকে প্রশ্ন করছো তুমি ,জানতে চাইছো
আমি বলি
মানুষ বৃক্ষ নয়।
তাই ঝরে যাওয়া মানে পরিসমাপ্তি, অবশেষে সব শেষ নয়
ফিরে আসা মাটির আদরে
ক্রমশ রাস্তার পাশে বাতিস্তম্ভগুলো উঠছে জেগে।
নিস্তব্ধতা
বিকেলের চারপাশে ক্রমশ অন্ধকার কোনো বোবা শহর।
তুমি জানো প্রতিটা শব্দ এই সময় মনে করাচ্ছে তোমায়
তোমার রঙিন আবদার।
ক্রমশ সূর্যের শেষ ফিতে টুকু গিলে খাচ্ছে একলা সময়
তোমাকে খুঁজছে পাগলের মতো।
No comments:
Post a Comment