Wednesday, September 20, 2017

সময়ের দূর্গা

সময়ের দূর্গা
............. ঋষি
===================================================
দূর্গা এই দূর্গা শোন তো একবার ?
মৃত কফিনের ভিড়ে জমে থাকা আফিমকে মানুষ আশা বলে।
দূর্গা এই দূর্গা তোর বাড়ি কোথায় রে ?
অনন্ত কোনো আকাশে স্বপ্ন খোঁজা চিলটাকে মানুষ বাসা বলে।
দূর্গা এই দূর্গা কে কে আছে তোর বাড়িতে
সম্পর্কের ভিড়ে টুকরো হওয়া চারদেয়ালে মানুষ ভালোবাসা বলে।
.
ঠিক এই ভাবে একটা কাঠের পুতুল
মাটি লেপে ,আদর করে ,তেলরং আরো সময়ের  মা দূর্গা।
আর কটা দিন তারপর
মনে পরে পথের পাঁচালির দুর্গাকে কোনো অসমাপ্ত কবিতা জ্বরে হারাতে থাকা।
কিছু অস্তিত্ব আমরা তৃতীয় নজরে ঈশ্বর করে তুলি
আবার কিছুকে খুব সহজে নগ্ন করে বাজারি ব্যবসা করি।
তুলনা থেকে যায়
আরাধনা আর আবর্জনার স্টোরি লাইনে তফাৎ থেকে যায়।
যখন কোনো অভিশপ্ত কবিতা উদযাপন হয়ে যায়
তখন অন্ধকারে এগিয়ে কালো লোমশ হাত সময়ের মাতৃত্বের দিকে
আর ইঙ্গিতে দেবীর দিকে।
.
দূর্গা এই দূর্গা শোন তো একবার ?
সভ্যতার মৃত সফরে হাজারো দূর্গা আজ পর্ণ কোনো সিস্টেমে।
দূর্গা এই দূর্গা তোর বাড়ি কোথায় রে ?
অনন্ত হৃদয়ে আজও কিছু না বলা বুকে কাঁদতে থাকে যোনিজ জীবের।
দূর্গা এই দূর্গা কে কে আছে তোর বাড়িতে
স্তনবৃন্তে লেগে গেছে মৃত্যু বিষ ,আগামী পুরুষ তোমরা মৃত।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...