Wednesday, September 20, 2017

অলিখিত কবিতা

অলিখিত কবিতা
.......... ঋষি
=============================================
যে কবিতা লিখি নি কোনোদিন
চলন্তিকা তোকে ছুঁয়ে দিলে ঘটে যাবে এই সময়ের দুর্যোগ।
আকাশ ভেঙে পরবে সেদিন
ভেঙে পরবে সময়ের ইতিহাসের সব আশ্চর্য সফর।
তুমুল ,ঝড় বৃষ্টি আর তোর নোনা ঠোঁট
সব ডুবে যাবে আমার হিয়ার মাঝে লুকিয়ে থেকে।

নোনা শরীরে সেদিন বাঁধভাঙা ঢেউ
জিভ চুষে খাবে তোর শরীরে আদুরে ঘাম।
গড়িয়ে নামবে আদর সেদিন নিজের আবর্তে লাগা চেনা সময়
অচেনা মানুষের ভিড়ে সেদিন ঠিক খুঁজে পাবে।
স্পর্শ
কোনো মেঘভাঙা নিরাভরণ ঢেউ আমার চোখে মুখে।
তোর নাভির ভাঁজে
তোর বুকের ধুকপুক জুড়ে তখন সোনালী ঢেউ আছড়ে পড়ছে তুমুল আদর।
সেদিনও  বৃষ্টি হবে ,মাস ,কাল ,ঋতু সব যেন কবিতার সাথে
ঝরে পরবে ,জড়িয়ে ধরবে আমায় কোনো গভীর আদর।

যে কবিতা আমার লেখা হয় নি
সেই কবিতার সাথে আমি তুই অর্ধনারীশ্বর অন্য পৃথিবীর খোঁজে।
উষ্ণ নিঃশ্বাসে মিশে থাকা অনন্ত খোঁজ
সেদিন তৃপ্ত তোর ঠোঁটে হাসিতে।
আমিও হাসবো সেদিন পাগলের মতো তোকে জড়িয়ে ধরে
তুই বলবি পাগল কবি এবার ছাড় আমায়। 

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...