সাধারণ উপাখ্যান
.............. ঋষি
============================================================
বেঁচে থাকা কোনো উপাখ্যান
এই অনুভূতির ভিতর একটা তুমি আছো চিরকাল।
যেখান থেকে আমি সবসময় একটা চিৎকার শুনতে পাই
দেখতে পাই তোমার পুড়ে যাওয়া বুকে ,ক্রমশ লুকোনো কালসিটে।
কিন্তু কি অদ্ভুত ,
এই চিৎকার শুনতে পায় না সময় ,শুনতে পাই না সমাজ
আর তোমাদের জীবিত ইচ্ছারা।
.
চলন্তিকা একটা চৌদ্দ বছরের মেয়ে
এই সময় মা হতে পারে।
কোনো আইনের বড়ো রক্ষক নিয়ম করে
বিয়ের পরের জোর করে সঙ্গমকে ধর্ষণ নয় সামাজিক নিয়ম আখ্যা দিতে পারে।
খবরের কাগজে প্রতিদিন চলন্তিকা তোমার শরীর বেআব্রু হতে পারে
হতেই পারে তোমার মৃত্যু ,কিংবা ধর্ষণ
খুব স্বাভাবিক তাই না।
.
ধর্ষণ ,লজ্জা আর নিয়মিত দু চারটে প্রতিবাদ
আচ্ছা একবার ভেবে দেখেছো কি যে মোমবাতি মিছিলে সময়ের যে সব সত্যি গুলো সামিল,
ঠিক একই সাইজের পুরুষাঙ্গে চলন্তিকা তোমার মৃত্যুগুলো মুখ থুবড়ে মরে।
প্রতিটা মুহূর্তে ,প্রতিটা সেকেন্ডে
কি সহজে তোমাকে নগ্ন করে দাঁড় করানো যায় একা রাস্তায়
তোমাকে করে দেওয়া যায় নষ্ট মেয়েছেলে।
কি আছে যুক্তি সময়ের এই শ্রেণীকরণের ?
বেঁচে থাকা কোনো উপাখ্যান
তোমাদের মাটির খোঁজ এই সময়ে শুধু মাত্র হস্তান্তর।
চলন্তিকা তোমাদের বেঁচে থাকা আজ শুধু পুরুষের উপকরণ
আর তোমাদের মৃত্যু শুধুই কি তোমাদের কপাল ?
কিন্তু কি অদ্ভুত
যে ঈশ্বর তোমার জন্ম গুহা স্পর্শ করে বলে তৃপ্তি
সেই জন্মগুহা সময়ের বাড়তে থাকা গু মুত আজ শুধুই ডাস্টবিন।
.............. ঋষি
============================================================
বেঁচে থাকা কোনো উপাখ্যান
এই অনুভূতির ভিতর একটা তুমি আছো চিরকাল।
যেখান থেকে আমি সবসময় একটা চিৎকার শুনতে পাই
দেখতে পাই তোমার পুড়ে যাওয়া বুকে ,ক্রমশ লুকোনো কালসিটে।
কিন্তু কি অদ্ভুত ,
এই চিৎকার শুনতে পায় না সময় ,শুনতে পাই না সমাজ
আর তোমাদের জীবিত ইচ্ছারা।
.
চলন্তিকা একটা চৌদ্দ বছরের মেয়ে
এই সময় মা হতে পারে।
কোনো আইনের বড়ো রক্ষক নিয়ম করে
বিয়ের পরের জোর করে সঙ্গমকে ধর্ষণ নয় সামাজিক নিয়ম আখ্যা দিতে পারে।
খবরের কাগজে প্রতিদিন চলন্তিকা তোমার শরীর বেআব্রু হতে পারে
হতেই পারে তোমার মৃত্যু ,কিংবা ধর্ষণ
খুব স্বাভাবিক তাই না।
.
ধর্ষণ ,লজ্জা আর নিয়মিত দু চারটে প্রতিবাদ
আচ্ছা একবার ভেবে দেখেছো কি যে মোমবাতি মিছিলে সময়ের যে সব সত্যি গুলো সামিল,
ঠিক একই সাইজের পুরুষাঙ্গে চলন্তিকা তোমার মৃত্যুগুলো মুখ থুবড়ে মরে।
প্রতিটা মুহূর্তে ,প্রতিটা সেকেন্ডে
কি সহজে তোমাকে নগ্ন করে দাঁড় করানো যায় একা রাস্তায়
তোমাকে করে দেওয়া যায় নষ্ট মেয়েছেলে।
কি আছে যুক্তি সময়ের এই শ্রেণীকরণের ?
বেঁচে থাকা কোনো উপাখ্যান
তোমাদের মাটির খোঁজ এই সময়ে শুধু মাত্র হস্তান্তর।
চলন্তিকা তোমাদের বেঁচে থাকা আজ শুধু পুরুষের উপকরণ
আর তোমাদের মৃত্যু শুধুই কি তোমাদের কপাল ?
কিন্তু কি অদ্ভুত
যে ঈশ্বর তোমার জন্ম গুহা স্পর্শ করে বলে তৃপ্তি
সেই জন্মগুহা সময়ের বাড়তে থাকা গু মুত আজ শুধুই ডাস্টবিন।
No comments:
Post a Comment