Sunday, September 3, 2017

কবিতার মানুষ

কবিতার মানুষ
............. ঋষি
============================================
একদিন মানুষ এসে দাঁড়াবে কবিতার ভিতর
সমস্ত কবিতার শব্দগুলো তখন মানুষের ভালো,মন্দ।
একএকটা কবিতার ছন্দে
মানুষ জাগবে ,মানুষ বাঁচবে।
ফ্রোয়েড থাকবে সেদিনও ,কিন্তু থাকবে না ভেদাভেদ
আর কোনো অভিমানী নারী।

অবহেলার খামে ,হাটখোলা বাজারে
আমার শহর নিয়মিত পণ্য কোনো বিজ্ঞাপনী সংস্থার।
বদলাবে সেদিন
মানুষের কবিতা মানুষকে ঘুম থেকে তুলে ,শেখাবে বাঁচতে মানুষের মতো।
জোয়ার-ভাঁটা, ওঠা-পড়া
জীবন ছন্দে মানুষের দিনরাত্রি যাপনীয়তা সব কবিতা সেদিন ।
পাখি ডাকবে সেও কবিতা ,গাছের ফুলে তখন কবিতার প্রলেপ
আর তুমি সে তো চিরকাল কবিতাই ছিলে।
চোখের কাজলে ,তোমার ঠোঁটের  হাসিতে,আলতো সেই গলার তিলে
তখন তুমি ভালোবাসার কবিতা।
সকলে সেদিন কবিতা গাইবে আর কবিতা
সে তো চিরকালই মানুষের।

একদিন মানুষ এসে দাঁড়াবে কবিতার ভিতর
সারি দেওয়া নামি দামী কবিরা আর কারো চাপরাশি নয় ,কবিতা লিখবে।
তখন আকাশে শুধু কবিতা ,বাতাসে কবিতার শ্বাস
কবিতা আর পণ্য নয় এই সভ্যতার মতো।
মানুষ সেদিন কবিতা হয়ে যাবে
আর কবিতা ,,সে তো চিরকালই মানুষের।

No comments:

Post a Comment

ষড়যন্ত্র

বারংবার ফিরতে চাই সময়ের কাছে সময়ও যে নাছোড়বান্দা,  কেন যে ভীড় করে আসে ?  . রাতবিরেতে নিয়ম করে একলব্য নি:শ্বাস ফেঁপে ওঠে ধর্মতলার মোড়,গড়িয়াহা...