Wednesday, October 14, 2020

মন কেমনের সুর



 মন কেমনের সুর 

.... ঋষি 


শরতের মেঘে আগমনী সুর 

মেয়েটা আসছে ,

হঠাৎ কোনো এক দিনে পৃথিবীর মায়া কাটিয়ে অনবদ্য পুঞ্জ পুঞ্জ মেঘে 

মন কেমন,

আসছে সে নিজের সাজে 

ঢাক ,ঢোল ,প্যান্ডেল মরশুমে তবুও মন কেমন। 

.

হঠাৎ  এই পৃথিবীর মাটিতে কাশফুল 

শরতের গন্ধ ,

বুকের ব্যাবিলনের কেমন এক অদ্ভুত মায়া  সেই মেয়েটার মুখে 

গর্জন তেল ,ফুলের মন্ত্র 

উচ্চারণে বুকের  মাঝে  আগমনী সুর। 

অপেক্ষা শেষে উৎসব উত্তাল এই শহরের বিবর্ণতা 

হঠাৎ কেমন ভোলবদল 

নিজের ছন্দে 

নিজের গন্ধে 

মন কেমন এই শরতের মেঘে মেয়েটার মুখ। 

.

যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥

যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।

নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥

মন্ত্রের সুখে ,মানুষের দুঃখে ,এই পোড়া দেশে এক সুখের লহর। 

সুখের ছবি আমার সাত বছরের ছেলের মুখে 

আচ্ছা বাবা ওই মেয়েটার দশ হাত কেন  ?

আচ্ছা বাবা ওই মোটা পেট ভুঁড়িওয়ালাটার সুর কেন ?

আচ্ছা  ওটা সিংহ ,ওটা ময়ূর ,ওটা ইঁদুর তাই ?


আমার পোড়া দেশে সেই আধ পেটা খেয়ে বেঁচে থাকা মানুষগুলো 

ধ্বংসের বুকের শরীর কুড়িয়ে নগ্ন সেই ধর্ষিত মেয়েটা 

সভ্যতার নামে  পণ্য মানুষের অস্তিত্বের জন্য 

বেজন্মা সভ্যতার যজ্ঞের আগুনে শিক্ষিত সেই বেকার প্রেমিক 

সেই সদ্য ফুল কুঁড়োনি যুবতীর হলুদ শাড়ি 

নতুন জামার গন্ধ 

নতুন আশার  আলো নিয়ে

অন্ধকারে সভ্যতার  প্রতিবাদ নিয়ে  মেয়েটা আসছে। 

সকলের মন কেমন 

সকলেই অপেক্ষায় 

এই বার পুজোয় সত্যি যদি সময় বদলায় 

যদি বদলায় সেই মেয়েটা মানুষের গভীরে শুয়ে থাকা দুঃখের গল্পগুলো। 


 


 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...