এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার
যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা
গড়িয়ে নামছে ঘাম
সব কিছু কেমন হাঁসফাঁস করা ভীষণ তৃষ্ণা
জানি ভালো লাগছে না কিছুই
মানুষের ঘামের থেকে জলের দাম বাড়ছে ।
.
এই শহরটা অদ্ভুত
সবকিছু বদলায় এখানে ,বদলায় ভালোবাসা ,বদলায় বলিরেখা
প্রেমিকার শাড়ি পড়ার স্টাইল বদলায়
বদলায় প্রেমিকার মুখের ভাষা আর খবরের দিন।
স্কুলের দিনগুলো পেরিয়ে ক্রসপাসলে জীবনের মধ্যাহ্নে
বুঝতে পারা যায় এই শহরটা একটা নিয়ম
ইস্কুল সমান এক সিলেবাসে আমরা সাদা শার্ট আর রাজনীতিতে মত্ত
আর ভালোবাসা সেখানে একটা খোঁজখবর মাত্র ।
.
এই শহরটা ভালোবাসার শহর
অথচ এখানে প্রেমিকারা আর সময়ের সাথে প্রেমিকা থাকে না
এক সময় সংসারী হয় ,মা হয় ,তারপর কখন যেন মা অন্নপূর্ণা
কখন যেন তাদের ভালোবাসা অনেকটা বাধ্য ও প্রশমিত
শুধু তখন তাদের সংসারের ডিপ ফ্রীজারে কিছু স্মৃতি আর কিছু মুহূর্ত
আর তাদের ডিপ গলা ব্লাউজগুলো তখন তাদের আলমারির জাদুঘরে ।
তাই বলে এই শহরের তাপমাত্রা কমবে না , এমনটা নয়
তাই বলে এই শহরে মানুষ ভালোবাসবে না ,তাও না
শুধু তৃষ্ণা থাকবে এখানে ,তৃষ্ণা বাঁচবে ,
শুধু প্রতিটা ঋতুতে ভালোবাসার ধরণ বদলাবে
প্রেমিকারা সাজ বদলাবে ,কবিতা শব্দ বদলাবে
কিন্তু কবির কলমে বদলাবে না এই শহরের কথা
কবিতার পাতায় খরস্রোতা নদী হয়ে ধুয়ে যাবে বদলানো ঋতুগুলো
ভাবনার শহরে ভালোবাসা রং বদলাবে ।
.
ভাবনার শহর
... ঋষি
No comments:
Post a Comment