Sunday, October 4, 2020

সম্পর্ক (৪)



সম্পর্ক
... ঋষি
.  
নিঃশব্দে ছন্দপতন
ঈশ্বর বিশ্বাসী হতে হতে মানুষের মন্থনে উঠে আসছে বিষ।
শাক দিয়ে মাছ ঢাকা
সম্পর্ক শব্দটা সামাজিক ব্যাকরণ বিধানে রুদালির চরিত্রে দিনযাপনে
আর পারস্পরিক ক্রিয়ায় উঠে আসছে নিয়ম 
নিয়মমাফিক কিছু শর্ত দৈনন্দিন বাজারের ফর্দতে। 
.
বিশ্বাস  কাঁদছে কোথাও 
প্রথাগত পুরুষ লুকিয়ে চুমু খাচ্ছে অফিসের ক্লার্ককে
কিংবা নিয়মিত বাথরুমে শালির সাথে ঘুমিয়ে উঠছে অর্ধেক স্বপ্নে,
প্রথাগত নারী স্বামী বাজার গেল বলে প্ল্যান করছে আগামী উইকএন্ডের
কিংবা বয়ফ্রেন্ডের থাইএ চুমু খেয়ে বলছে 
সোনা তোমার মত কেউ নেই। 
.
অদ্ভুত বিশ্বাস
অদ্ভুত অন্ধকার 
একটা মিথ্যের উপর দাঁড়ানো সভ্যতা হরপ্পার ধ্বংসস্থুপে দাঁড়িয়ে
পারিবারিক সেল্ফি তুলছে বর্তমান সভ্যতাকে সাক্ষী করে,
অথচ কেউ কাউকে বিশ্বাস করে না
কেউ কাউকে ভালোবাসে না   
অথচ সাজানো হাসিতে কত সুন্দর পরিচিত আমরা। 
মাঝে মাঝে মনে হয় এই সভ্যতার বিষ পুরাণে সমুদ্র মন্থনের কারণ ছিল
কারণ ছিল পৃথবীর সবুজ সরলতা ধবংসের,
আজকের চারদেওয়ালে থেকে আমরা গড়ছি ঘরের ভিতর ঘর
আজকের সাজানো সম্পর্কে থেকে আমরা ভাবছি কত সুখী,
অথচ আমরা কেউ সত্যি বলছি না
সত্যি ভাবছি না 
শুধুমাত্র সময়ের চারদেওয়ালে বন্ধ আমরা অধিকাংশ উত্তর খুজছি
কেউ ভয় পাচ্ছি না যে 
এই ভাবে নকল সম্পর্কে বাস করতে করতে 
আমরা না নকল হয়ে যায়। 




     

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...