Friday, October 30, 2020

গোপন পদাবলী


গোপন পদাবলী 

... ঋষি 


দুশো আটাত্তরটা মেইল এসে একলা পড়ে আছে মাথার কোষে 

আমাদের মস্তিষ্ক মাপছে এক কেজি জীবনের দাম,

সময় বলছে কবিতা ভাত কাপড়ে কবিদের  সবচেয়ে ভিখিরী করছে 

অথচ ভিখিরী মারছে মাছি ,

সাজানো যৌবনে কুকুরও প্রেমিকা হয়ে যাচ্ছে 

শুধু জীবনানন্দের মাথায় ভাবনার ক্যাড়াপোকা সময় বদলাবে কবিতা। 

.

পা থেকে পাছা সকলেই আজ কবি 

আকাশের চাঁদে চোখ ছিটিয়ে নেমে আসছে গুপী ,বাঘার স্বপ্নের হাঁড়ি ,

স্বপ্ন দেখাচ্ছে দেশ 

রোটি কাপড়া আর মাকান 

অথচ তুমি দশম শ্রেণীর ছাত্রী যার বুকের বোঁটা চুলকোচ্ছে 

সামাজিক মণ্বন্তরে। 

.

জ্বলজ্বল করছে সময়ের আফিমে সময় 

রাত এক কবিতা জন্মান্তরের ,রাত এক ভাবনা যাতনার ,

আমি তুমি সামাজিক 

তোমার নথ ও নাভিফুল প্রমাণিত সামাজিক জ্যামিতির প্রতিফলন। 

সময় গ্রহান্তরে 

আটলান্টা থেকে উঠে আসা ঝিনুক 

শুক্রানু আলোচনা করছে গাছেরা , তুমি সফল নগ্নমুদ্রাতে 

অথচ তুমি বলছো ঋষির বুকে তিলটা প্রেমিককে ভিখিরী করেছে। 

ভীমরতি সকাল বেলায় প্রেমিক হতে চিৎকার করছি

 গরম জলের শোষক,ধর্ম বদল মানুষের 

গোপন পদাবলী 

রাত থেকে পা বাড়ালে বাইরের পৃথিবীতে শুধু সাক্ষাৎকারের গল্প। 

.

হাসি পাচ্ছে জানি চলন্তিকা তোমার 

কিন্তু ভেবে দেখে আল্পসের চারপাশে চক্রাকারে ঘুরছে ঈগল ,

ঈগলের ঠোঁটে জন্মান্তরের খিদে 

 প্রাচীন চর্যাপদ

মাথার ভেতর  চেনা রাস্তার দীর্ঘ পথ হাঁটা 

বাজার থেকে খুব সস্তা পাওয়া সময়ের সিঁদুর। 

এইভাবে ক্রমাগত একটা  ধ্বংসের তালিকা করছি

কলমের নিবে ঝুলিয়ে দিচ্ছি ধুতরাগাছের বীজ

সময়কে বলছি চিৎকার করতে 

কবিতাকে বলছি সত্যি বলতে 

আমি শুয়ে আছি নগ্ন শবঘরে ছুরি ,কাঁচির ফাঁকে 

বাইরে মহোৎসবে সময়। 


No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...