Saturday, October 17, 2020

আর্যপুরুষ




আর্যপুরুষ
.. ঋষি 
.
আমাকেও ছিঁড়ে ফেলা যায় তবে
আমাকে ছিন্নভিন্ন করে আর্যপুরুষ রুপে করা যায় মুন্ডন। 
কিংবদন্তী ছুঁয়ে প্যাট্রোক্ল্যাসের গল্পে কেউ বাঁচে নি
এমকি অ্যাকিলিসও না, 
কেমন উন্নত শুনতে সংসারী  আর্যপুরুষ সময়ের অরণ্যে নিরুপায়
আর অসহায় সর্ব সহায়। 
.
আকাশ ভেঙে ছুটে আসে ভোরের আলো
একফালি সাদা চাদরে শুয়ে আছে এক নারী আর পুরুষ, 
পরিচয়ের কোন শরীর ছিল না কোন তাদের 
শুধু আশা ছিল শীঘ্র ঘুম ভাঙবে তাদের, 
অথচ পুরুষের প্রদক্ষীন ক্রিয়ায় সুর্যেরও গ্রহন লাগে কখনও
কারণ পুরুষ কখনই ঈশ্বর হতে পারে নি ক্রীতদাস থেকে। 
.
আমাকেও ছিঁড়ে ফেলা যায় তবে 
পাশাপাশি দুটো শরীর ঘুম ভেঙে উঠে বসতে চায়, 
ছাদের কার্নিশে পাখি ডাকে
একবার দুবার 
তুমি পাশফিরে শুয়ে থাকো সংসার বুকে, 
আর তখনি লোকটা কেঁপে ওঠে
লোকটার চোখ ছুঁয়ে যায় সেই আয়নায় যেখানে দাঁড়িয়ে আর্যপুরুষ।
আমি চোখ খুলি, আমায় দেখছো তুমি
তোমার সংসারের একটু ওপরে গড়িয়ে নামে সুর্য 
আমি সুর্য সফর। 
কত শান্ত তুমি 
কত স্মিতমন্ডিত তোমার উপস্থিতি, 
তবুও অ্যাকিলিসের শোক ছিল সমস্ত সত্তাজুড়ে
ইতিমধ্যে একলা দাঁড়ানো আর্যপুরুষ
একলাই হাসে
পাশে শুয়ে আছে তার প্রেমিকা অন্য সাম্রাজ্যে ।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...