Saturday, October 10, 2020

কেন এমন হয়



কেন এমন হয় 
... ঋষি 
কেন হঠাৎ এমন হয় ?  
কেন হঠাৎ তোমার দিকে তাকিয়ে চোখ পাথর হয়ে যায়? 
কেন চৌদ্দতলার এপার্টমেন্টের ছাদের কার্নিশে বসা শালিখগুলো
পাশাপাশি বসে ঠোঁটে, ঠোঁট ঘষে,একে অপরের বুকে মুখ? 
কেন হঠাৎ বৃষ্টিতে নিজেকে ভেজাতে বড় ভালো লাগে? 
.
কেন হঠাৎ এমন হয়? 
কেন হঠাৎ অচেনা গরমের দুপুরে আমার হঠাৎ শীত করে ? 
কেন পথচলতি মানুষের ভীড়ে হঠাৎ শহর থেমে যায়? 
কেন হঠাৎ উস্কোখুস্কো চুলে শহরের গাছগুলো দাঁড়িয়ে থাকে অপেক্ষায়
রাস্তার তিন মাথায় জামা, প্যান্ট ছেঁড়া ভোলা পাগলা আপন মনে গান গায় 
ম্যে শায়ের তো নহি..... 
.
কেন এমন হয়? 
কেন এমন হয়? 
কেন তোমার চোখের পাতায় স্বপ্নগুলো পুজো শারদীয়ার সংখ্যায় গল্প হয়ে যায়? 
কেন তোমার শাড়ীর রঙে শহরের কবিগুলো পাগল হয়ে যায়? 
কেন তোমায় একবার দেখার জন্য আকাশকেও অপেক্ষা করতে হয়? 
কেন তোমার জন্য লোকগুলো পাগলের মতো সংসার সংসার খেলে? 
কেন তোমার জন্য স্কুল, কলেজের গেটে বয়স অপেক্ষা করে? 
কেন তোমার ঠোঁটের হাসিতে আমার পাগল পাগল লাগে? 
মনে হয় আকাশের নক্ষত্রগুলো ঝরে পড়ুক 
মনে হয় নক্ষত্রের আলোর রশ্মির আমি একটা পোশাক বানাই
মনে হয় তোমাকে সেই পোশাকে সাজিয়ে আমি আদর করি
জিভ দিয়ে পরিষ্কার করি তোমার দুঃখ 
ঠোঁট দিয়ে চুষে খাই তোমার অধিকার
তারপর তোমায় কোলে নিয়ে বসি, 
সময় কেটে যাক, জীবন কেটে যাক 
আর কিছু নয় শুধু হঠাৎ মাঝে মাঝে কেন এমন হয়?  


No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...