Tuesday, October 20, 2020

শুভ শারদীয়া ১৪২৭

 


শুভ শারদীয়া ১৪২৭

.... ঋষি 


শুভেচ্ছা ও শুভ অবস্থান 

উৎপাদনে মানুষ লিখে চলেছে আবার একটা উৎসব 

অন্ধকার ইতিহাসে। 

মানুষের বেঁচে থাকা ,সময়ের সাথে থাকা 

সূর্যের পূর্ব থেকে পশ্চিমের একটা দিন বদলের গল্প 

কিছুটা উৎসাহ মানুষে। 

.

কি বদলাবে উদযাপনে  ?

মানুষের স্বপ্নপূরণ ,সবুজ টিয়ার সংসার ,মধ্যবিত্ত মানসিকতা ,

কাল খবরের শুনলাম চিৎপুরে সেই পাগলিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

বাড়িতে স্ত্রীর মুখে শুনলাম পাশের বাড়ির ভাড়াটিয়া সংসার না চালাতে পেরে গলায় দড়ি দিল , 

তবুও জানো  চলন্তিকা উদযাপন চলছে যুগে যুগে 

তবুও  জানো মানুষ খুঁজছে একটু নিঃশ্বাস 

একটু বিশ্বাস সময়ের পোড়া কবরে।  

.

বোধন থেকে বিসর্জন 

স্বপ্নপূরণের কটা দিন মানুষ হাসতে চাইছে ,

হাসতে চাইছে সেই ছ বছরের শিশুটা ,

হাসতে চাইছে হাতিবাগানের সেই রিকশাওয়ালা লোকটা 

হাসতে চাইছে আরেকবার একটা গোটা শহর 

বাঁচতে চাইছে 

বলতে চাইছে সকলেই 

আমরা তো ভালো থাকতে চাই মা ,

আমরা তো বিশ্বাস করতে চাই সময়কে ,নিজেদের মানুষকে 

আমরা তো ভালোবাসতে চাই জীবনটা 

কিন্তু  ........

.

যাই হোক 

শুভেচ্ছা ও শুভ অবস্থান ,

এই কবিতা শুধু মানুষকে জন্য ,মানুষের ভালো থাকায় ,

এই কবিতা শুধু চলন্তিকা তোমার জন্য ,

এই কবিতার বিশ্বাসের 

এই কবিতায় আমি বলতে চাই তোমায় 

শুভ শারদীয়া ১৪২৭। 


No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...