Thursday, May 13, 2021

ভালোবাসার গান



ভালোবাসার গান 
...ঋষি 
মুখ ধুয়ে নেবে মায়াবী বেসিনে
মানুষেরা এমনই অদ্ভুত এক ঈশ্বর, 
প্রকাশ্যে চোখ আর আবডালে হাত মারে তারা
মেরে ফেলে নিজের গভীরে শুয়ে থাকা নিজের পরিচয়, 
নিজের বুকে হাত রাখো চলন্তিকা
কাস্তে, হাতুড়ি, তারা
নাকি শুধু আমি? 
.
হঠাৎ একলা লিফটে থর থর করে কেঁপে ওঠা শরীরটা
আকাশ পথে  খসে পড়ে চুমু
দুধের ওপর সর
 তার পাশে যত্নে লুকিয়ে থাকা তোমার মুখে লবঙ্গ, 
মিষ্টি,
তুমি আকাশের দিকে বুক রেখে শুয়ে পড়
কি দেখছো আকাশে, 
অন্ধকার না আমাকে? 
.
আমরা যারা  ক্লিওপেট্রা কাঁধে নিয়ে ছুটে চলেছি
কফিন থেকে কফিনে
তাদের কাছে যুদ্ধ কোন প্রশ্ন নয়, শুধু উত্তর মাটি।
কাঁধের ওপর পা ঝুলিয়ে বসা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে
তারপর
নিজের কফিন নিজের কাঁধে,
হে মহামান্য যীশু তোমার মৃত্যুতে কোন শোক নেই 
শুধু আছে পরিচয় 
কারন ভালোবাসার মৃত্যু একমাত্র ভালোবাসার মাটিতে।

কি ভাবছো চলন্তিকা? 
বাক্স,প্যাটরা,বোধ
কিংবা একের পর এক চোখের পাতায় সরতে থাকা ছবিগুলো 
চেয়ে দেখো চলন্তিকা কফিনেরা গান গাইছে
সে গান ভালোবাসার 
বোধহয় মৃত্যুর পরও ভালোবাসা একইরকম, ভীষন সরল। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...